নিউজশর্ট ডেস্কঃ জিও(Jio) তার গ্রাহকদের মন জয় করার জন্য সবসময় নিত্যনতুন অফার নিয়ে আসে। বলাই বাহুল্য, এই অফার গুলো অন্যান্য টেলিকম সংস্থার অফারের থেকে অনেক সুবিধাজনক হয়ে থাকে। আর এই কারনের জন্যই সকলের থেকে এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই টেলিকম সংস্থা। সম্প্রতি জিও তার গ্রাহকদের জন্য ৮৪ দিনের একটি বিশেষ প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। যেখানে মোটা টাকার ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। চলুন তাহলে এই প্ল্যানের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
৮৪ দিনের বৈধতার সঙ্গে Jio রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানটি গ্রাহকদের সুইগী ওয়ান লাইট থ্রি-এর তিন মাসের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই সাবস্ক্রিপশনের সঙ্গে গ্রাহকেরা ৬০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন। এই প্ল্যান রিচার্জ করতে হলে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের জন্য খরচ করতে হবে ৮৮৬ টাকা।
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। আর এই প্ল্যানের বৈধতা রয়েছে ৮৪ দিন পর্যন্ত। আর ৫জি ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ইন্টারনেটে গতির ৫জি স্পিডে হবে।
সুইগি ওয়ান লাইট 3-এর সুবিধাগুলি কী কী?
Jio-এর এই রিচার্জ প্ল্যানটি নেওয়ার পরে কোম্পানি গ্রাহককে Swiggy One Lite 3-এর ৩ মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেয়। এই সাবস্ক্রিপশন চলাকালীন আপনি Swiggy থেকে ১৪৯ টাকার উপরে খাবারের অর্ডারের ১০ টি বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও, আপনি Instmart থেকে ১৯৯ টাকা পর্যন্ত ১০টি বিনামূল্যে বিতরণ পাবেন।
এছাড়াও, আপনি জিনিতে ডেলিভারির উপর ১০ শতাংশ ছাড় পাবেন যা ৬০ টাকার উপরে অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। জিপের এই রিচার্জ প্ল্যানটি নেওয়ার পরে আপনাকে Jio থেকে ৫০ টাকার ক্যাশব্যাকও দেওয়া হবে। যা আপনি আপনার পরবর্তী ৮৮৬ টাকার প্ল্যানের রিচার্জের সময় রিডিম করতে পারবেন।