Jio

anita

Jio: আরও এক সস্তার ধামাকা প্ল্যান নিয়ে হাজির জিও! রোজ ২ জিবি ডেটা সঙ্গে ফ্রি Amazon Prime

নিউজ শর্ট ডেস্ক: আবার একটা সাশ্রয়ী মূল্যের ধামাকা প্রিপেড প্ল্যান (Prepaid Plan) এনে তাক লাগিয়ে দিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। ভারতের বৃহত্তম এই টেলিকম সংস্থার নতুন রিচার্জ প্ল্যানে (Recharge Plan) ৩ মাসের ভ্যালিডিটি সমেত পাওয়া যাচ্ছে একগুচ্ছ অফার।

   

জিও-র এই নতুন প্ল্যানে রিচার্জ করলে প্রতিদিন ২ জিবি ডেটা পরিষেবা সহ বিনামূল্যে অ্যামাজন প্রাইমের (Amazon Prime) সাবস্ক্রিপশন (Free Subscription) পাওয়া যাবে। শুধু তাই নয়, যদি কারও ফাইভ জি স্মার্টফোন থাকে তাহলে আনলিমিটেড ৫ জি ডেটা পরিষেবাও পাওয়া যাবে। জানা যাচ্ছে মোট ৮৪ দিনের এই রিচার্জ প্ল্যানে ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।

জিও-র  ৮৫৭ টাকার রিচার্জ প্ল্যান

জিও’র এই নতুন প্রিপেইড প্ল্যানে রিচার্জ করলে ভারতের যে কোনো প্রান্তে  যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড করা যাবে। এছাড়াও রোজ ২ জিবি ডেটাসহ ১০০টি করে SMS-এর সুবিধা পাওয়া যাবে। তবে রোজকার ডেটা কোটা শেষ হলে স্পিড কমে হয়ে যাবে  ৬৪ Kbps-এ। জিও-র এই ৮৪ দিনের ভ্যালিডিটি সম্পন্ন এই রিচার্জ প্ল্যানের জন্য খরচ হবে ৮৫৭ টাকা।

Jio

তবে এখানেই শেষ ন, এই নতুন প্ল্যানে রিচার্জ করলে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়ো মোবাইল এডিশনের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া জিও সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলেও রেগুলার জিও সিনেমা পাওয়া যাবে। থাকবে জিও ট্রু ফাইভ জি এবং জিও ওয়েলকাম অফার।

আরও পড়ুন: যত বেশি বিনিয়োগ, তত বেশি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমে মিলবে একগুচ্ছ সুবিধা

Jio

কিভাবে রিচার্জ করবেন?

জানা যাচ্ছে এই প্রিপেইড প্ল্যান ইতিমধ্যেই MyJio অ্যাপে অ্যাভেলেবল রয়েছে। অথবা বিভিন্ন থার্ড পার্টি পেমেন্ট প্ল্যাটফর্ম যেমন ফোনপে, গুগলপে, পেটিএম থেকেও রিচার্জ করা যেতে পারে।