Jio

Jio: মাত্র ২৩৪ টাকার রিচার্জ প্ল্যান চলবে দুই মাস! Jio-র নতুন অফারে মাথায় হাত Airtel-র

নিউজশর্ট ডেস্কঃ জিও(Jio) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন অফার নিয়ে আসে। জিওর এই সব অফার সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী হয়, তাই জিওর গ্রাহকসংখ্যা অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেক বেশি। এবার গ্রাহকদের জন্য একটি নতুন দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে এই সংস্থা। এই প্ল্যানের জন্য খরচ করতে হবে মাত্র ২৩৪ টাকা।  চলুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদনে জানানো যাক।

জিওর ২৩৪ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা হয়েছে ৫৬ দিন। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কল এবং ডেটার সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট ২৮ জিবি ডেটা পাওয়া যাবে। প্রত্যেকদিন ৫০০ এমবি করে ডেটা উপভোগ করা যাবে। পুরো ভ্যালিডিটি জুড়ে ৩০০ টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত হিসাবে JioSaavan এবং Jio Cinema অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর আগেই কোম্পানির পক্ষ থেকে জিও ভারত গ্রাহকদের জন্য ১২৩ টাকা এবং ১২৩৪ টাকা দামের প্ল্যান লঞ্চ করা হয়েছিল।

Jio Bharat-এর ১২৩ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানে ১৪ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথেই এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ২৮ দিন। এর সাথে এই প্ল্যানে অতিরিক্ত হিসাবে JioSaavan এবং Jio Cinema অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio

আরও পড়ুন: Jio: মিলবে একগুচ্ছ অফার, ৪০০ টাকার কমে এই ৩ টি রিচার্জ প্ল্যান এনেছে Jio, ঘুম উড়েছে Airtel-Vi-

Jio Bharat-এর ১২৩৪ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানে প্রতিদিন ৫০০ এমবি করে অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস এর সুবিধা পাওয়া যায়। এই প্লানের ভ্যালিডিটি রয়েছে ৩৩৬ দিন পর্যন্ত। এর সাথে JioSaavan এবং Jio Cinema অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Avatar

Papiya Paul

X