Jio

Jio: মিলবে একগুচ্ছ অফার, ৪০০ টাকার কমে এই ৩ টি রিচার্জ প্ল্যান এনেছে Jio, ঘুম উড়েছে Airtel-Vi-

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে রিলায়েন্স জিও(Jio) মার্কেটে একচেটিয়া আধিপত্য ধরে রাখতে পেরেছে। বর্তমানে অন্যান্য টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় জোর টক্কর দিয়ে এগিয়ে চলেছে জিও। প্রত্যেক মুহূর্তে গ্রাহকদের জন্য নিত্যনতুন পরিষেবার পাশাপাশি নতুন নতুন অফার দিচ্ছে এই সংস্থা। তাই যতদিন যাচ্ছে এই সংস্থার জনপ্রিয়তা ততই বাড়ছে। আজকের এই প্রতিবেদনে জিওর ৪০০ টাকার কমের ৩ টি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করবো।

৩২৮ টাকা : এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটার সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুযোগ এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাবেন। এর সাথেই এই প্ল্যানে তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এর সাথে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা থাকবে ২৮ দিন।

৩৩১ টাকা : এই প্ল্যানটিতে মোট ৪০ জিবি ডেটা মিলবে। তবে এই প্ল্যানের সঙ্গে কোন কল অথবা এসএমএস-এর সুবিধা নেই। এর সঙ্গে তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে। এর সাথেই জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩০ দিন।

Jio

আরও পড়ুন: Savings Tips: মাসে ৩০ হাজার টাকা রোজগার করলে কত টাকা জমানো উচিত? রইল পুরোপুরি হিসেবনিকেশ

৩৮৮ টাকা : এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুযোগ। এর সাথে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাবেন। এর সাথেই আগামী তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে এবং জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা থাকবে ৫৬ দিন।

Avatar

Papiya Paul

X