গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে রিলায়েন্স জিও(Jio) একটার পর একটা নিত্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এই প্ল্যানগুলো যেমন সাশ্রয়ী তেমনি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সম্প্রতি জিও এমনই একটি নতুন রিচার্জ প্ল্যান(Recharge Plan) নিয়ে এসেছে। যেই প্ল্যানে ইন্টারনেটের সুবিধার পাশাপাশি আরো অনেক সুবিধা দেওয়া হচ্ছে।
এই রিচার্জ প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ২৬৯ টাকা। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় ৪৬ কোটি গ্রাহক রয়েছে এই সংস্থার। আর গ্রাহকদের জন্য সবসময় নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে মুকেশ আম্বানির এই সংস্থা। এবার ২৬৯ টাকার প্ল্যানে কি কি সুবিধা থাকছে? চলুন তা জেনে নেওয়া যাক।
২৬৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা থাকবে। এর সঙ্গে আপনি এই প্ল্যানে Jio Saavan Pro এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই প্ল্যানের সঙ্গে রোজ ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। আর প্রতিদিনের ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে ৬৪ কেবিপিএস-এ চলে আসবে। এই প্ল্যানের সঙ্গে কলিং-এর সুবিধা ও রয়েছে।
আরও পড়ুন: Jio: এক রিচার্জ চলবে টানা এক বছর, রোজ মিলবে ২ জিবি ডেটা সঙ্গে ফ্রি অ্যামাজন প্রাইম!
উল্লেখ্য, এই প্ল্যানে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীরা রিলায়েন্স জিওর 5G স্বাগত অফার সহ সীমাহীন 5G ডেটা নিয়ে আসে। Jio-এর 5G কভারেজ এখনও পর্যন্ত ভারতের ৬২৫৮ টি শহরে পৌঁছেছে। এই টেলিকম কোম্পানির মূল লক্ষ্য ২০২৪ সালের শেষ নাগাদ ভারতের প্রতিটি শহরে 5G নিয়ে আসা।