জলের দামে দারুণ পরিষেবা, গ্রাহকদের মন জিততে সুপারহিট প্ল্যান আনলো JIO, আছে একগাদা OTT প্ল্যাটফর্ম

নিউজশর্ট ডেস্কঃ জিও(Jio) নামটি মানেই নতুন কিছু ধামাকদার। যেকোনো ক্ষেত্রেই এই জিও সস্তায় পুষ্টিকর। যেখানে অন্য সব কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বেশি হয় সেখানেই জিওর রিচার্জ প্ল্যান(Recharge Plan) সর্বদাই হয় মধ্যবিত্তের হাতের নাগালে। তেমনই এই জিও সর্বদাই নিয়ে আসে নতুন নতুন আকর্ষণীয় প্ল্যান। এইসব প্ল্যান নিমেষেই হয় বাজারে হিট।

বিশেষত বর্তমান ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখে নানান পদক্ষেপ নেয় জিও। তেমনই ফের একবার আরেক আকর্ষণীয় প্ল্যান এনে চমক দিল jio। বর্তমান সময়ে এই যুব সম্প্রদায়গুলি অনেকটাই আসক্ত OTT প্লাটফর্মগুলির ওপর। সেই কথা মাথায় রেখেই জিও তাদের সব বার্ষিক প্ল্যানে অন্তর্ভুক্ত করে নানান ওটিটি সাবস্ক্রিপশন।

Ott প্ল্যাটফর্ম যেমন, Zee 5, Netflix, Hoichoi, Disney+ hotstar, Sony LIV er মতন ott প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন আগেই দিয়েছে জিও। আর এবারে সেই লিস্টে নাম জুড়ল Amazon Prime এর। জিওর এই নতুন প্ল্যানের জন্য আপনাকে খরচ করতে হবে ৩,২২৭ টাকা। বিশেষ এই প্ল্যানে পাবেন ডেইলি ২ জিবি ডেটা।

এছাড়াও আনলিমিটেড কল করতে পারবেন আপনি। পাবেন amazon Prime এর মোবাইল ভার্সনের সাবস্ক্রিপশন। এছাড়াও Jio cloud, jio Prime সহ jio er একাধিক সুবিধা থাকছেন এতে। এছাড়াও 5G নেটওয়ার্কগুলিতে ব্যবহার করতে পারবেন যতখুশি নেট। জিওর এই প্ল্যান যে ফের একবার মার্কেট কাঁপাবে তা বলাই বাহুল্য।

Avatar

Papiya Paul

X