ডিজিটাল ভারতের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে আরও বিপদের মধ্যে ফেলে দিল ভারতের বেসরকারি মোবাইল সংস্থা গুলি। এককথায় গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা। ভারতের জনপ্রিয় মোবাইল সংস্থা এয়ারটেল, ভি, জিও সবাই তাদের প্রিপেড প্ল্যান গুলির মূল্য 20 থেকে 25 শতাংশ বাড়িয়ে দিল। যার জেরে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। ভোডাফোন ও আইডিয়া 25 নভেম্বর, এয়ারটেল 26 নভেম্বর এবং জিও 1 লা ডিসেম্বর থেকে তাদের বর্ধিত দাম লাঘু করে দিয়েছে।
তবে এরই মধ্যে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল আম্বানির সংস্থা জিও। সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে জিও নিয়ে এসেছে দুশো টাকার কম মূল্যের বেশকিছু রিচার্জ প্ল্যান। তবে এই সমস্ত রিচার্জ প্ল্যান গুলি শুধুমাত্র জিও ফোনের জন্য।
এবার থেকে মাত্র 75 টাকা রিচার্জ করে 23 দিনের বৈধতার সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, 100MB ডেটার সাথে 200MB অতিরিক্ত ডেটাও অফার, 50 SMS, সেই সঙ্গে বিনামূল্যে Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুযোগ।
এছাড়া মাত্র 125 টাকা রিচার্জ করে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, 300 SMS, দৈনিক 0.5GB ডেটা অফার, এর বৈধতা থাকছে ২৩ দিনের।
এছাড়াও জিও তে মাত্র 152 টাকা রিচার্জ করে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 300 টি SMS-র সুবিধা। সঙ্গে দৈনিক 0.5GB ডেটা এবং Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেসের সুবিধা। বৈধতা থাকছে মাত্র ২৮ দিনের।