Jio

Jio: রোজ ২ জিবি ডেটা, সঙ্গে বাড়তি ২০ জিবি ডেটা একদম ফ্রি! অল্প খরচের ঝাক্কাস প্ল্যান Jio-র

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Jio)। গ্রাহকদের মন জয় করার জন্য এই সংস্থার তরফ থেকে নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসা হচ্ছে। এখন প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী মানুষের কাছে ইন্টারনেট সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না সাধারণ মানুষের।

সেক্ষেত্রে যে সমস্ত গ্রাহকেরা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য জিও নতুন দুটো রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। এক্ষেত্রে প্রত্যেকদিন ২ জিবি ইন্টারনেটের সাথে বাড়তি ২০ জিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।

বাড়তি ২০ জিবি ডেটা বিনামূল্যে:

এখানে আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রত্যেকদিন ২ জিবি ইন্টারনেটের সাথে বাড়তি ২০ জিবি ডেটা বিনামূল্যে পাবেন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৯০ দিনের। এখানে মোট ২০০ জিবি ডেটা পাওয়া যাবে। একবার রিচার্জ করে টানা তিন মাস এই রিচার্জ উপভোগ করা যাবে। এখানে প্রত্যেক দিন আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধার পাশাপাশি রোজ ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এর সাথেই জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে। এই প্ল্যানের জন্য গ্রাহককে খরচ করতে হবে ৭৪৯ টাকা।

Reliance Jio

আরও পড়ুন: Child’s Scheme: মেয়ে সন্তানদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত, কন্যাশ্রী-রূপশ্রীর ২৫ হাজার ছাড়াও মিলবে আরও ১১ হাজার!

অতিরিক্ত ৬ জিবি ডেটা বিনামূল্যে:

৭৪৯ টাকার চেয়ে কম টাকার রিচার্জ প্ল্যান চাইলে আপনি ৩৯৮ টাকার রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকদিন ২ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত ৬ জিবি ডাটা পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন। এর সঙ্গে প্রত্যেকদিন আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাওয়া যাবে। প্রত্যেকদিন ১০০ টি এসএমএস করা যাবে এবং জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।

Avatar

Papiya Paul

X