নিউজ শর্ট ডেস্ক: এবার বিনোদন হবে আরও বেশি। প্রিপেইড টেলিকম বাজারে সবাইকে অবাক করে দিয়ে এবার রিলায়েন্স জিও (Reliance Jio) এনেছে মোট চারটি নতুন প্ল্যান। যার সাহায্যে একটি বা দুটি নয় পাওয়া যাবে মোট ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। এই এই প্ল্যানগুলি জিও টিভি প্রিমিয়াম প্ল্যান নামে পরিচিত। এই রিচার্জ প্লানের দাম শুরু হচ্ছে ১৪৮ টাকা থেকে। এই চারটি প্ল্যান থেকে যে গ্রাহকরা নিজেদের পছন্দমত যে কোন একটি বেছে নিতেই পারেন। এছাড়া জিও টিভি প্রিমিয়াম প্ল্যানে (Jio TV Premium Plan) পাওয়া যাবে অতিরিক্ত ডেটার সুবিধা।
জিওটিভিতে একটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই ১৪টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। সেগুলি হল- জিওসিনেমা প্রিমিয়াম,ডিজনি+ হটস্টার, জিফাইভ, লাইভ, প্রাইম ভিডিও, লায়নসগেট প্লে, ডিসকভারি+ এবং ডকুবে ইন্টারন্যাশনালের মতো জাতীয় অ্যাপ ছাড়াও ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও অঞ্চলিক ব্যবহারকারীরা হইচই, সাননেক্সট,চাওপল, প্ল্যানেট মারাঠি,এপিকঅন এবং কাঞ্চা লঙ্কার মতো অ্যাপের সুবিধা পাবেন।
১৪৮ টাকার জিও ওটিটি প্ল্যান
মোট ২৮ দিনের জন্য বৈধ এই ডেটা প্ল্যানটি রিচার্জ করলে অতিরিক্ত ১০ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে প্রাইম ভিডিও এবং ডিজনি + হটস্টারসহ মোট ১২ টি অন্যান্য OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
৩৯৮ টাকার জিও ওটিটি প্ল্যান
জিও-র এই ৩৯৮ টাকার প্ল্যান ২৮ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে রোজ ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এর সাথে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি ডেটা।সেইসাথে থাকছে প্রাইম ভিডিও এবং ডিজনি +হটস্টার সহ মোট ১২ টি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: বিক্রি হবে ১২ মাস! কম পুঁজির এই ১০ ব্যবসাতে ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মীর ভান্ডার
১১৯৮ টাকার জিও ওটিটি প্ল্যান
৮৪ দিনের জন্য বৈধ জিও-র এই ওটিটি প্ল্যানে রোজ ২ জিবি ডেটা, ১০০টি এসএমএসসহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনসহ ১৮ জিবির অতিরিক্ত ডেটা। এছাড়াও জিও অ্যাপগুলিতে-ও অ্যাক্সেসের সুবিধাও পাওয়া যাবে।
৪৪৯৮ টাকার জিও ওটিটি প্ল্যান
খরচ বেশি হলেও জিও-র এই ৪৪৯৮ টাকার প্ল্যানটি মোট ৩৬৫ দিন বা এক বছরেরর জন্য বৈধ। দীর্ঘমেয়াদি এই প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সেইসাথে পাওয়া যাবে অতিরিক্ত ৭৮ জিবি ডেটা। পাশাপাশি থাকছে মোট ১৪ টি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। তবে এই সাবস্ক্রিপশনের জন্য ইএমআই অপশনের সুবিধাও পাওয়া যাবে।