পার্থ মান্নাঃ রিলায়েন্স Jio সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। ছোট থেকে ভারতের সকলেই Jio-কে ভালোই চেনে। টেলিকম মার্কেটের সবচেয়ে বড় অপারেটরদের মধ্যে অন্যতম জিও। তবে শুধুই মোবাইল সিম নয় আরও একাধিক সার্ভিস চালু করেছে জিও। এমনকি জিও ফোন থেকেই শুরু করে সস্তার ল্যাপটপ Jiobook ও লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। আর পুজো উপলক্ষে এই ল্যাপটপের উপর রয়েছে বিশেষ ছাড়। তাই আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।
সস্তায় ল্যাপটপ Jiobook এনেছে জিও
দুর্দান্ত পাওয়ারফুল না হলেও একটা কাজের মত ল্যাপটপ যেমন হয় ঠিক তেমনই তৈরী করা হয়েছে জিওবুকটিকে। MediaTek 8788 2GHz অক্টা-কোর প্রসেসর থেকে শুরু করে 4GB Ram ও 64GB স্টোরেজ থাকছে ল্যাপটপটিতে যেটা 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। থাকছে ১১.৬ ইঞ্চির অ্যান্টি গ্লেয়ার এইচডি স্ক্রিন।
Jio এর ল্যাপটপ হওয়ায় কানেকটিভিটি হিসাবে থাকছে 4G LTE সার্ভিস থেকে WIFI এর সুবিধা। এছাড়াও ২টি USB পোর্ট থাকছে আরও অন্যান্য ডিভাইস কানেক্ট করার জন্য। এছাড়া 2MP ওয়েবক্যাম থেকে স্টেরিও স্পিকার থাকছে। তবে স্পিকারের সাউন্ড আউটপুট সেভাবে ভালো নয়। একবার ফুল চার্জ করলে ল্যাপটপটি ৪ ঘন্টা চলতে পারে।
কাদের জন্য পারফেক্ট Jio এর ল্যাপটপ?
প্রথমেই জানিয়ে রক্ষী এন্ট্রি লেভেলের এই ল্যাপটপ ভারী কাজের জন্য একেবারেই নয়। মূলত ছোটদের বা পড়ুয়াদের জন্য এই ল্যাপটপ ভালো হতে পারে। তাছাড়া যারা কোডিং ল্যাংগুয়েজ যেমন C, C++,Java, Python ইত্যাদি শিখছেন তাদের প্রাকটিস করার জন্য এই ল্যাপটপটি ব্যবহার করা যেতে পারে।
Jiobook এর দাম
গতবছর প্রথম ভারতীয় বাজারে Jiobook লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় দাম রাখা হয়েছিল ১৬,৪৯৯ টাকা। তবে এখন সেই দাম অনেকটাই কমেছে। বর্তমানে ১২,৮৯০ টাকায় Jiobook অনলাইনে অর্ডার করে নেওয়া যেতে পারে। তাছাড়া জিওবুক কিনলে 100GB ক্লাউড স্টোরেজ ও এক বছরের Quickheal অ্যান্টিভাইরাস একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। তাই যদি বাজেট কম থাকে জিওবুক একটা ভালো ডিল হতেই পারে।