নিউজ শর্ট ডেস্ক: জিও’র (Jio) এই সস্তার প্ল্যান (Cheapest Plan) একবার রিচার্জ করে নিলেই ব্যাস, সারা বছর আর রিচার্জ করার দরকার পড়বে না। এমনিতে জিও’র একাধিক রিচার্জ প্ল্যান (Recharge Plan) রয়েছে। তবে সেই প্ল্যান গুলির এক-একটির দাম এক-একরকম হয়ে থাকে। আজ আমরা আপনাদের জানাবো জিও’র এমনই একটি সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে। জিও’র এই প্ল্যানটি একবার রিচার্জ করে নিলে সারা বছর ধরে মাসে মাসে আর রিচার্জ করার দরকার পড়বে না।
জানলে অবাক হবেন জিও’র এই রিচার্জ প্ল্যানের দাম রাখা হয়েছে ১৫৫৯ টাকা। এই প্ল্যানটির মেয়াদ ১১ মাসের-ও বেশি। মোট ৩৩৬ দিনের ভ্যালিডিটি সম্পন্ন জিও’র এই রিচার্জ প্ল্যানের জন্য খরচ হয় ২ হাজার-ও কম। তাই এটিই জিও’র সবচেয়ে সস্তার বার্ষিক প্ল্যানের মধ্যে অন্যতম। জিও’র এর বার্ষিক প্ল্যানে আনলিমিডেটে ভয়েস কলের সুবিধা তো রয়েইছে সেইসাথে পাওয়া যাবে স্থানীয় এবং STD কলিংয়ের সুবিধাও।
ডেটা পরিষেবা
জিও’র সস্তার এই রিচার্জ প্ল্যানের অসুবিধা একটাই। এই প্ল্যানে মাত্র ২৪ জিবি ইন্টারনেট পাওয়া যায়। তাই কেউ যদি ইন্টারনেট পরিষেবা ছাড়াই কোনো প্ল্যান রিচার্জ করতে চান তাহলে তার জন্য জিও’র এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত কার্যকর।
জিও’র এই ভ্যালু পরিষেবায় ব্যবহার কারীরা একগুচ্ছ SMS করার সুবিধা পান। এই প্ল্যানে মোট ৩৬০০ টি SMS-এর সুবিধা পাওয়া যায়। যা ডেটা ফুরিয়ে গেলে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে।এখানেই শেষ নয়, জিও’র এই প্ল্যানে রিচার্জ করলে বেশ অ্যাপসের কমপ্লিমেন্টারি অ্যাকসেস পাওয়া যায়।
আরও পড়ুন: মুকেশ আম্বানির সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ! ‘গরিব বিরোধী জিও’ দাবি Vi-এর
যার মধ্যে অন্যতম জিও সিনেমা,জিও ক্লাউড, কিংবা জিও টিভি।জিও’র ভ্যালু ক্যাটাগরিতে আরও একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। যার মধ্যে অন্যতম ৩৯৫ টাকার ৮৪ দিনের প্ল্যান কিংবা ১৫৫ টাকার ২৮ দিনের প্ল্যান।
এই প্ল্যান গুলিতে আনলিমিটেড কল,ডেটা সহ আরও একাধিক পরিষেবার সুবিধা পাওয়া যায়। তবে এক্ষেত্রে সমস্যা একটাই এই প্ল্যানে ব্যবহারকারীরা খুবই কম পরিমাণে ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন।