নিউজ শর্ট ডেস্ক: গ্রাহকদের জন্য হামেশাই নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে হাজির হয় জিও (Jio)। তবে জিওর বেশ কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) রয়েছে যেগুলির দাম প্রায় একই হয়ে থাকে। তাই এই সমস্ত প্ল্যান দেখে হামেশাই দোটানায় পড়ে যান গ্রাহকরা।কোন প্রিপেইড প্ল্যান সেরা তা বুঝতে পারেন না অনেকেই।
আজ আপনাদের জানাবো জিও’র একই ধরনের এমনই দুটি প্ল্যান সম্পর্কে। এখানে জানিয়ে রাখি জিও’র এই প্ল্যান গুলির দাম ৬০০ টাকারও কম। জিওর এই রিচার্জ প্ল্যানের মধ্যে একটির মূল্য ৫৮৯ টাকা আর অপরটির মূল্য ৫৩৩ টাকা। আসুন জানা যাক জিও’র এই দুটি প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন? আর কোন প্ল্যানটি বেশি ভালো?
জিওর ৫৩৩ টাকার প্ল্যান
জিওর ৫৩৩ টাকার এই রিচার্জ প্ল্যানে রোজ ২ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া জিওর এই প্ল্যানে রিচার্জ করলে দেশ জুড়ে চালু থাকা সমস্ত মোবাইল নেটওয়ার্কেই আনলিমিটেড কল করা যায়। এছাড়া এই প্ল্যানেট রোজ ১০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয় একইসাথে রয়েছে জিও টিভি, জিও সিনেমা আর জিও ক্লাউডে অ্যাক্সেস করার সুবিধা পাওয়া যায়।
জিওর ৫৮৯ টাকার রিচার্জ প্ল্যান
গ্রাহকরা জিওর এই ৫৮৯ টাকার প্ল্যানে রিচার্জ করলেও রোজ ২ জিবি ডেটা পাবেন। একইসাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যায়। এছাড়াও আগের প্ল্যানটির মতোই জিও’র এই প্ল্যানেও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানের বিশেষত্ব এটাই যে এতে জিও সাভান প্রো’র সাবস্ক্রিপশন পাওয়া যায়। তাছাড়া এই প্ল্যানে রিচার্জ করলে জিও টিভি, জিও ক্লাউড আর জিও সিনেমা অ্যাক্সেস পাওয়া যায়।
আরও পড়ুন: এবার জমবে মজা! BSNL-র সঙ্গে একজোট হচ্ছে টাটা! মাথায় হাত Jio,Airtel,Vi-র
জিওর ৫৮৯ এবং ৬৫৩ টাকার প্ল্যানের মধ্যে কোনটি সেরা?
জিওর এই দুটো প্ল্যানের মধ্যে ৫৬ টাকার পার্থক্য। তবে এই দুটো প্ল্যানেই ভ্যালিডিটি থাকে ৫৬ দিনের জন্য। একই সাথে দুটি প্ল্যানের ক্ষেত্রেই প্রতিদিন ২ জিবি করে আনলিমিটেড ডেটা আর ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়া বাকি সমস্ত সুবিধা প্রায় একই ধরনের।
তবে জিওর ৫৮৯ টাকার প্ল্যানে এক্সট্রা বেনিফিট হিসাবে যেটা পাওয়া যায় সেটা হলো জিও সাভান প্রো’র সাবস্ক্রিপশন। তবে কেউ যদি কেউ গান শুনতে ভালোবাসেন এবং তার যদি ফ্রিতে গান শোনার কোনো রিচার্জ প্ল্যান দরকার হয় তাহলে তার জন্য ৫৮৯ টাকার প্ল্যানটি সেরা। আর কেউ যদি খরচ বাঁচাতে চান এবং জিও সাভান প্রো’র সাবস্ক্রিপশন দরকার না হয় তাহলে তিনি জিওর ৫৩৩ টাকার প্রিপেড প্ল্যানে রিচার্জ করতে পারেন।