Koushik Dutta

৭০ বছর পর এল সুদিনঃ কাশ্মীরে প্রথমবার ভোট দিতে পেরে বললেন পাক-শরনার্থীরা

৩৭০ ধারা সরানোর পর অনেক কিছুই বদলাতে শুরু করেছে জম্মু কাশ্মীরে। বিভাজনের পর এই প্রথম উপত্যকায় হওয়া স্থানীয় নির্বাচনে ভোট দিলেন পাকিস্তান থেকে আগত শরনার্থীরা। দেশভাগ হওয়ার সময়েই তারা চলে এসেছিলেন ভারতে। কিন্তু ৭০ বছর হওয়ার পরেও ছিল না ভোট দানের অধিকার। আজ ঘুচল সেই আক্ষেপও।