নিউজশর্ট ডেস্কঃ এ রাজ্যের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সরকার একাধিক স্কলারশিপের (Scholarship) ব্যবস্থা করেছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষায় বাধা না আসে, তার জন্য একাধিক সুবিধার ব্যবস্থা করেছে সরকার। তেমনি সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থাগুলিও। এই বেসরকারি সংস্থা গুলির হাত ধরে পড়ুয়ারা পাচ্ছে স্কলারশিপের (Private Scholarship) সুবিধা।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নিবেদিতা স্কলারশিপ সহ সরকার অনুমদিত একগুচ্ছ স্কলারশিপ রয়েছে এ রাজ্যে। সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্র থেকেও মিলছে স্কলারশিপের সুযোগ। সেরকমই JM Sethia Charitable Trust দিচ্ছে ১২ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপের সুবিধা।
JM Sethia Merit Scholarship
JM Sethia মেধাবী স্কলারশিপ হল একটি প্রাইভেট স্কলারশিপ। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় JM Sethia Charitable Trust। ১৯৯৭ সাল থেকে এই স্কলারশিপ দেওয়া শুরু হয়েছিল।
কারা এই স্কলারশিপের সুবিধা পাবেন?
এই স্কলারশিপ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকোত্তরদের জন্য দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের আগের ক্লাসে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তরদের জন্য ৬৫ শতাংশ এবং পেশাদারদের জন্য ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় দেড় লাখ টাকার কম হতে হবে।
আরও পড়ুনঃ ১০০০-১২০০ অতীত! লক্ষীর ভান্ডারকে টেক্কা দিয়ে নতুন প্রকল্পে ২০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
কিভাবে আবেদন করবেন ?
- এই স্কলারশিপে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট jmstrust.com- এ যেতে হবে।
- এরপর এনরোলমেনট ফর্ম ফিলাপ পেজে গিয়ে স্কলারশিপের আবেদন পত্র ফিলাপ করতে হবে।
- এরপর নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার, পরীক্ষার রেজাল্ট সহ যাবতীয় বিবরণ দিতে হবে।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ আকারে জমা করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
ইতিমধ্যেই এই আবেদনের প্রক্রিয়া চলছে। এই আবেদনের শেষ তারিখ আগামি ৩১ জুলাই, ২০২৪।