বলি দুনিয়ার (Bollywood) জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। প্রায় ২০ বছর ধরে বলিপাড়ায় চলছে তাঁর রাজত্ব। দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। কখনও হয়ে উঠেছেন নায়ক তো কখনও আবার খলনায়ক। সব রকম চরিত্রেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি।
২০০৩ সালে ‘জিসম’ ছবির হাত ধরে বলিউড দুনিয়ায় আত্মপ্রকাশ হয়েছিল জনের। প্রথম ছবি বক্স অফিসে ফেলেছিল ব্যাপক সাড়া। তবে হঠাৎ করেই বদলে যায় ভাগ্য। কেরিয়ারের শুরুতেই মুখ থুবড়ে পড়েন এই অভিনেতা। অনেকেই ভেবেছিলেন হয়তো আর তিনি কখনই ঘুরে দাঁড়াতে পারবেন না।
আসলে ‘জিসম’ ছবি মুক্তি পাওয়ার পর একগুচ্ছ ছবির প্রস্তাব আসে অভিনেতার কাছে। ‘সায়া’ , ‘পাপ’ , ‘লেক’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যদিও এর মধ্যে কোনটি ব্যবসায়িক দিক থেকে সাফল্য আনতে পারেনি। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা। যদিও ফের একবার সুযোগ আসে তার কাছে।
২০০৪ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘ধুম’। এই ছবিতে কাজ করেই বদলে যায় জনের ভাগ্য। রাতারাতি তিনি হয়ে ওঠেন সুপারস্টার। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে নিজের জায়গা তৈরি করে নেন জন। এরপর আর কখনই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
যদিও সূত্র মারফত জানা যায়, এই ছবিতে জন যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব প্রথমে গিয়েছিল সালমান খানের কাছে। তবে বিশেষ এক কারণের জন্য সেই প্রস্তাবে রাজি হতে চাননি বলিউড ভাইজান। এরপর নির্মাতাদের তরফে প্রস্তাব দেওয়া হয় সঞ্জয় দত্তকে। তবে তিনিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন। অবশেষে জনকেই বেছে নেন নির্মাতারা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেই নিজের ভাগ্য বদলে ফেললেন জন আব্রাহাম।