নিউজশর্ট ডেস্কঃ Jol Thoi Thoi Valobasa New Promo: ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টারে’র পর আবার ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য(Aparajita Auddy)। তাকে আবার ছোটপর্দায় দেখার জন্য অপেক্ষায় বসে ছিলেন অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জি বাংলার লক্ষ্মী কাকিমা এবার হতে চলেছেন স্টার জলসার(Star Jalsa) কোজাগরি বসু। ইতিমধ্যেই এই ‘জল থই থই ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa) সিরিয়ালের প্রমো এবং সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ।
বলাই বাহুল্য, প্রথম প্রোমো দেখেই দর্শকদের পছন্দ হয়েছে এই সিরিয়াল। আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ন’টায় দেখা যাবে এই সিরিয়াল। আর এবার আজকে আরেকটি নতুন প্রোমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে দেখা যাচ্ছে, কোজাগরী ও তার মেয়ে তোতা ট্যাক্সি করে সাঁতারের ক্লাসে যাচ্ছে। আর এক্ষেত্রে খুব খুশি দেখাচ্ছে কোজাগরিকে। সে তার মেয়েকে প্রশ্ন করে, ‘আমার টুপি নিয়েছিস, সানগ্লাস নিয়েছিস’।
তোতা তখন তার মাকে শুধরে দিয়ে বলে ওটাকে ‘সুইমিং গগলস’ বলে। এরপরে সুইমিং পুলের সামনে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সাঁতার শেখার লাইনে দাঁড়ায় সে। আর পুলে ঝাঁপ দিতে গিয়ে বিরাট কান্ড। শেষপর্যন্ত লাইফ গার্ড গিয়ে কোজাগরীকে উদ্ধার করে। আর দেখা যায় তার পা ভেঙে গিয়েছে। বাড়িতে ফিরে বিছানায় শুয়ে রয়েছে কোজাগড়ি আর তার পাশে আছে মেয়ে তোতা।
এরপর ছেলে অফিস থেকে ফিরেই চোটপাট শুরু করে দেয়। ‘মা, তুমি কিনা শেষে বাচ্চাদের তুলে লাফ দিলে!’ বর বলে, ‘বুড়ি খুকি’। সিরিয়ালের প্রথম দুটো প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, নতুনভাবে জীবনকে খুঁজে পাওয়ার গল্পই দেখানো হবে এখানে। বাস্তব জীবনে যেমন মায়েরা স্বামী, সন্তান এবং সংসার সামলে নিজের জীবনকে খুঁজে পাওয়ার চেষ্টা করে এখানেও সেটাই দেখানো হবে। এক্ষেত্রে কোজাগরীয় সবসময় সঙ্গী রয়েছে তার মেয়ে তোতা। ছেলে এবং বর তার এই কাজে পাশে থাকবে কিনা সেটা অবশ্য সিরিয়াল শুরুর পরেই বোঝা যাবে।
View this post on Instagram
প্রসঙ্গত, এই সিরিয়ালের সঙ্গে জোর টক্কর দিতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘মিলি’। ওই একই দিনে মিলি শুরু হতে চলেছে জি বাংলা তে। দর্শকদের মনে কোন সিরিয়াল জায়গা করে নিতে পারে সেটা অবশ্য সময় বলবে। এর আগেও একই সাথে সন্ধ্যাতারা এবং ফুলকি সিরিয়াল শুরু করা হয়েছিল। ফুলকি শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম তিনে জায়গা রাখতে পারলেও সন্ধ্যাতারা এখনো দুর্দান্ত রেজাল্ট করতে পারেনি। এবার ‘জল থই থই ভালোবাসা’ দিয়ে অপরাজিতা স্টার জলসাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা।