নড়বড়ে TRP, অপরাজিতা আসতেই রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল!

নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) না থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। এখন বাংলা সিরিয়ালের(Bengali Serial) ক্ষেত্রে টিআরপি শেষ কথা। একদিকে যেমন সিরিয়াল বন্ধ হচ্ছে ঠিক তেমনি নতুন সিরিয়াল চালু হচ্ছে। স্টার জলসা(Star Jalsa) চ্যানেলে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। তোমাদের রানী, লাভ বিয়ে আজ কাল এই ধারাবাহিক দুটো সদ্য শুরু হয়েছে স্টার জলসার পর্দায়।

তবে এবার নতুন আরেকটি সিরিয়াল আসতে চলেছে। এই সিরিয়ালের প্রমো ইতিমধ্যে স্টার জলসার তরফ থেকে শেয়ার করা হয়েছে। অপরাজিতা আঢ্যর নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa), খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এখানে মা ও মেয়ের সম্পর্ককে নতুনভাবে দর্শকদের সামনে স্থাপন করবেন লীনা গাঙ্গুলী। সিরিয়ালের প্রমো দেখে বোঝা যাচ্ছে একেবারে নতুন ধারার গল্প হতে চলেছে এটি। যদিও পরবর্তীকালে কি হবে সেটা এখনো জানা যাবে না।

গত শনিবার স্টার জলসার তরফ থেকে এই নতুন সিরিয়ালের প্রমো শেয়ার করা হয়েছে। এই প্রমোতে দেখানো হয়েছে, রান্নাঘরে অপরাজিতা অর্থাৎ কোজাগরী বসু (এই সিরিয়ালে তার চরিত্রের নাম) নিজের মতো নাচছেন এবং সঙ্গে গাইছেন মম চিত্তে। ঐদিকে তার মেয়ে তোতা স্মার্টফোন হাতে নিয়ে ব্লগিং করতে ব্যস্ত। এরপরেই তোতা জানায় তার বাড়ির হোম মিনিস্টার হল তার মা। নাচ, গান, আবৃত্তি সবকিছুতেই নাকি ওস্তাদ তিনি।

এরপরে কোজাগরি এগিয়ে এসে বলেন, ‘সব মায়েরই জুড়ি মেলা ভার’। এরপর মেয়ের ফলোয়ারদের সঙ্গে আলাপ করে নেন তিনি। এরপর মা এবং মেয়ে জানান খুব শীঘ্রই তারা স্টার জলসার পর্দায় হাজির হচ্ছেন। এদিকে সিরিয়াল শুরু হতে না হতেই জি বাংলা এবং স্টার জলসার মধ্যে টক্কর শুরু হয়ে গিয়েছে। ২৫ সেপ্টেম্বর রাত ন’টা থেকে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিলি’। এবার স্টার জলসাও তাই উঠে পড়ে লেগেছে।

Ekka Dokka

এই নতুন সিরিয়াল আসার ফলে সরে যেতে চলেছে রাত ৯ টার সিরিয়াল ‘এক্কা দোক্কা’। বহুদিন ধরে টিআরপি তালিকায় সেভাবে নজর কাড়তে পারেনি এই ধারাবাহিক। তাই বহুদিন ধরেই এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে এমন গুঞ্জন উঠেছিল। তাহলে কি নতুন সিরিয়াল আসতে পুরনো সিরিয়াল বন্ধ করে দেবেন লীনা গাঙ্গুলী? যদিও এখনো পর্যন্ত কি হবে সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এর আগে লীনা গাঙ্গুলির সিরিয়াল গুলোর ক্ষেত্রে প্রাইম টাইমে স্লট না পেলে সেগুলি বন্ধ না করে দুপুরবেলায় সম্প্রচার করা হতো। এক্কা দোক্কার ক্ষেত্রে কি হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Papiya Paul

X