Arijit

অবিশ্বাস্য ক্যাচ নিয়ে রাহুলকে ফেরালেন বেয়ারস্টো, এটাই কি সিরিজের সেরা ক্যাচ? দেখুন ভিডিও

উইকেটকিপার হলেও ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে একজন ব্যাটসম্যান হিসেবেই খেলছেন জনি বেয়ারস্টো। ফিল্ডিং করছেন গ্রাউন্ডে। অপরদিকে ইংল্যান্ডের উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন জস বাটলার। একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন বেয়ারস্টো। স্বাভাবিক ভাবেই বেয়ারস্টোর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। এবার একজন ফিল্ডার রূপেও নিজেকে প্রমান করলেন তিনি। ভারত বনাম ইংল্যান্ড এর তৃতীয় টেস্ট ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে ফেরালেন ভারত ওপেনার কে এল রাহুলকে। সেই ক্যাচ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

   

গোটা টেস্টে আউটফিল্ডে ফিল্ডিং করেছিলেন বেয়ারস্টো। সেখানে তিনি প্রভাব ফেলেছিলেন। হেডিংলিতে সেকেন্ড স্লিপে দাঁড় করানো হয়েছিল বেয়ারস্টোকে। আর সেখানে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরে নিজেকে প্রমাণ করলেন বেয়ারস্টো।

ভারতের দ্বিতীয় ইনিংসে বল করছিলেন ইংল্যান্ডের ওভার্টন। ওভার্টনের শেষ বলে রাহুলের ব্যাটের কানায় লেগে বল খুব দ্রত চলে যায় ফার্স্ট স্লিপে। তবে অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা বেয়ারস্টো বলটি তালুবন্দি করে ফেলেন। এত কম সময় মধ্যে ধরা এই ক্যাচটি সিরিজের সেরা ক্যাচ বললেও ভুল হবে না।