Arijit

মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধ্বংসাত্মক ব্যাটিং রাসেলের, দেখুন ভিডিও

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল এর দ্বিতীয় পর্ব। তার আগে বিরাট স্বস্তিতে কেকে আর। কারণ কেকেআরের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই মুহূর্তে রয়েছেন দুরন্ত ছন্দে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়া কিংস এবং জামাইকা থালাওয়াজ। আর এই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন ক্যারিবিয়ান সুপারস্টার। মাত্র 14 বলে তিনটি 4 এবং ছ’টি ছক্কার সুবাদে হাফসেঞ্চুরি করলেন আন্দ্রে রাসেল। আর রাসেলের এমন ধ্বংসাত্মক ব্যাটিং দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত কেকেআর টিম ম্যানেজমেন্ট।

   

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা থালাওয়াজের হয়ে খেলেন রাসেল। 14 বলে হাফ সেঞ্চুরি করার সুবাদে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্রততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড হয়ে গেল রাসেলের নামে।

এতদিন পর্যন্ত সিপিএলে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জেপি ডুমিনির নামে। 2019 সালে সিপিএলে মাত্র 15 বলে হাফসেঞ্চুরি করে সেই রেকর্ড গড়েছিলেন জেপি ডুমিনি। এবার 14 বলে অপরাজিত অর্ধশত রান করে সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন আন্দ্রে রাসেল।