Arijit

আইপিএলের ফাইনালে হারলেও বিরাট পরিমাণ অর্থ ঢুকল বাটলারের পকেটে

জশ বাটলার। এবার আইপিএলে সবথেকে ভালো পারফরম্যান্স করেছেন রাজস্থান রয়েলসের জশ বাটলার। একার দক্ষতায় রাজস্তানকে বহু ম্যাচ জিতিয়েছেন বাটলার। রাজস্থানের ফাইনালে ওঠার পিছনে সবথেকে বড় অবদান তারই।

   

কিন্তু এত ভালো পারফরম্যান্স করেও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারলেন না বাটলার। ফাইনালে গুজরাটের কাছে হেরে আইপিএল জয়ের স্বপ্ন ভেঙ্গে গেল বাটলারের। বিরাট কোহলির পর এক মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ রান তারই দখলে। ব্যাট হাতে এবারের আইপিএলে প্রতিপক্ষকে কার্যত ধ্বংস করেছেন বাটলার।

ভাল খেলার পুরস্কার পেয়েছেন বাটলার। আইপিএল জিততে না পারলেও ছ’টি পুরস্কার পেয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক মরসুমে কোনও ক্রিকেটার এত পুরস্কার জেতেননি। পুরস্কার বাবদ মোট 60 লক্ষ টাকা পেয়েছেন বাটলার।
এবারের আইপিএলে সর্বোচ্চ রান করার জন্য পুরস্কার বাবদ 10 লক্ষ টাকা জিতেছেন তিনি।
এ বারের আইপিএলের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাটলার। তাই পুরস্কার বাবদ 10 লক্ষ টাকা পেয়েছেন তিনি।
এবারের আইপিএলে সব থেকে বেশি ছয় মারার পুরস্কার বাবদ 10 লক্ষ টাকা পেয়েছেন বাটলার।
সব থেকে বেশি চার মেরে পেয়েছেন 10 লক্ষ টাকা।
মরসুমের সেরা পাওয়ার প্লেয়ার পুরস্কার বাবদ 10 লক্ষ টাকা পেয়েছেন বাটলার।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পেয়েছেন 10 লক্ষ টাকা। এবারের আইপিএলে পুরস্কার বাবদ মোট 60 লক্ষ টাকা পেয়েছেন বাটলার।