দল হারলেও, ব্যাট হাতে আইপিএলে ইতিহাস গড়লেন কে এল রাহুল

এবার আইপিএলে নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। প্রথমবার আইপিএল খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করে লখনউ সুপার জায়ান্টস। মরসুমের বেশ কিছুটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল তারা। প্ৰথম বার আইপিএল খেলতে এসেই প্লে অফে পৌঁছে যায় কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

এই নতুন দলের অধিনায়ক করা হয় ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুলকে। পাঞ্জাব কিংসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে লখনউ দলে যোগদান করেছিলেন রাহুল। গ্রুপ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল রাহুলের লখনৌউ। তবে প্লে অফে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 14 রানে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হল লখনউকে।

তবে দল হারলেও ব্যাট হাতে অনবদ্য রেকর্ড করলেন কে এল রাহুল। রাহুলই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি চার মরসুম 600 বা তাঁর বেশি রান করলেন। এ বার 15 টি ইনিংসে 616 রান করেছেন তিনি। স্ট্রাইক রেট 135.38। দু’টি শতরানের পাশাপাশি চারটি অর্ধশতরান রয়েছে তাঁর।

Avatar

Koushik Dutta

X