রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) লিখেছিলেন ‘কাবুলিওয়ালার’ (Kabuliwala) গল্প। ১৮৯২ সালে ছোটগল্প হিসেবে প্রকাশিত হয়েছিল রবি ঠাকুরের সেই লেখনী। এই ছোটগল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের নস্টালজিয়া। বহুবার বড়পর্দায় দেখা গেছে ‘কাবুলিওয়ালা’কে। হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই রচিত হয়েছে সিনেমা।
তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল তপন সিনহা পরিচালিত ‘কাবুলিওয়ালা’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। মিনির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন ঐন্দ্রিলা ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখনীতে ফুটে উঠেছে অসমবয়সী গল্পের কাহিনী। আর এবার ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
পরিচালক সুমন ঘোষ দর্শকদের জন্য আনছেন ‘কাবুলিওয়ালা’। মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। যদিও মিনি চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন এসভিএফ।
জানা যাচ্ছে, কলকাতা ছাড়াও লাদাখে হবে এই ছবির শুটিং। এমনকি আফগানিস্তানের বেশ কিছু অংশে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের। যদিও এক্ষেত্রে অবশ্যই সে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই নেওয়া হবে সিদ্ধান্ত।
এর আগেও পরিচালক সুমন ঘোষের সঙ্গে কাজ করেছেন অভিনেতা। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত ‘নোবেল চোর’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন সুমন ঘোষ। তবে প্রযোজনা সংস্থা এসভিএফর সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। জানা যাচ্ছে, এই প্রযোজনা সংস্থার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অভিনেতার সঙ্গে কাজ করার। অবশেষে পূরণ হতে চলেছে সেই ইচ্ছে।
গতবছরের ডিসেম্বর মাসে বক্স অফিসে মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবি। নানান বিতর্ক থাকলেও সফলতা পেয়েছে এই সিনেমা। দর্শকরা দুহাত ভরে দিয়েছেন ভালোবাসা। আর এসবের মাঝেই এবার জানা গেল খুব শীঘ্রই আসতে চলেছে ‘কাবুলিওয়ালা’ ছবি। আর এই ছবিতে মিঠুন ম্যাজিক ঠিক কতটা কাজ করে এখন সেটাই দেখার।