সোশ্যাল মিডিয়াকে রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করলেও অত্যুক্তি হবেনা। আজকাল সোশ্যাল মিডিয়ার হাত ধরে কত কী না ভাইরাল হচ্ছে। ইন্সটা রিল থেকে শুরু করে ইউটিউব ভিডিও ভাইরাল হওয়া প্রায় জলভাত। এই জনপ্রিয়তার দৌলতে খ্যাতি তো বটেই পাশাপাশি সমালোচনাও কম হয়না।
এই যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) অঞ্জলী অরোরার (Anjali Arora) কথা বললে, এর আগে কাঁচা বাদাম (Kancha Badam) গানে নাচ করে ভাইরাল হয়েছিলেন তিনি। রাতারাতি হয়ে উঠেছিলেন স্টার। আর এবার সেই অঞ্জলীকে নিয়েই নিন্দার ঝড়। ক্রপ টপ আর মিনি স্কার্টে অঞ্জলীকে দেখে কটাক্ষের বন্যা।
‘বিগ বস’ খ্যাত তারকার স্কার্টের দৈর্ঘ্য নিয়ে সমাজমাধ্যমে নিন্দার ঝড়। এইদিন সাদা টপ আর মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলী। পায়ে পরেছিলেন কালো বুট। লাস্যময়ী পোজে ছবি তুলেছেন তিনি। আর তারপর থেকেই ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য।
কেউ লিখেছেন, সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’’ যদিও অঞ্জলীর কথায়, অনুরাগীদের দাবি মেনেই নাকি এই ভিডিও বানিয়েছেন তিনি। তার ইনস্টাগ্রাম রিলের নীচে লিখেছেন ‘অন ডিমান্ড’।
অর্থাৎ, অঞ্জলীর ভক্তরাই নাকি তাকে এই রূপে দেখতে চেয়েছিল। আর ভক্তদের ইচ্ছের দাম দিতে গিয়েই সমস্যায় পড়লেন তিনি। রিল দেখে অনেকেই লিখেছেন, ‘‘ইশ্! কী খারাপ!’’ তবে সব খারাপের মাঝে কিছু ভালো কমেন্টও আছে। কেউ কেউ প্রশংসাও করেছেন।