অল্প খরচে লোকাল ট্রেনে করে ঘুরে আসুন দক্ষিণবঙ্গের ‘মিনি কেরালা’ থেকে, সৌন্দর্য দেখে মনে আসবে শান্তি

নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যে বাংলায় হালকা শীতের শিরশিরানি শুরু হয়ে গিয়েছে। সারাদিন গরম আবহাওয়া থাকলেও রাতের দিকে কাঁথা মুড়ি না দিলে চলছে না। বোঝাই যাচ্ছে, শীঘ্রই আসতে চলেছে শীতকাল। এই সময় বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন। আপনার কাছে যদি সময় কম থাকে এবং হাতে বাজেট কম থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য।

একেবারে কম খরচে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গা। কলকাতা শহর থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বেই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার কৈখালীতে(Kaikhali)। এখানে মাতলা আর নিমানিয়ার সঙ্গমে কৈখালী অবস্থিত। এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে মাতলা। তবে মাতলার জন্যই খানিকটা আড়াল হয়ে গিয়েছে নিমানিয়া। এই নদী সাগরে গিয়ে মেশ নি। এই নদীর শেষ হয়েছে মাতলাতেই।

নদী বাঁধের ওপর ইট দিয়ে পায়ে হাঁটার জন্য পথ তৈরি করা হয়েছে।এখানে গেলে মাতলার অসম্ভব রূপ দর্শনের সঙ্গেই আপনি সুন্দরবনের ম্যানগ্রোভ দেখতে পারবেন। আপনার হাতে সময় থাকলে সাগরদ্বীপ ও ঘুরে আসতে পারেন।

এখানে এলে কোথায় থাকবেন?
এখানে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম পরিচালিত একটি কৈখালী পর্যটন আবাস রয়েছে। এখানে থাকতে হলে আগে থেকে যোগাযোগ করতে হবে। আর যাওয়ার দিন আশ্রম থেকে কৈখালীতে থাকার অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। এটি ছাড়াও থাকার জন্য রয়েছে কৈখালী ফার্ম স্টে।

কিভাবে যাবেন?
শিয়ালদা থেকে ট্রেন ধরে জয়নগর-মজিলপুর স্টেশনে নামতে হবে। এখান থেকে ট্রেকার, অটো বা ভ্যানে জামতলা হাট পৌঁছে সেখান থেকে কৈখালী যেতে হবে। আপনি যদি সড়কপথে যান তাহলে গড়িয়া-বারুইপুর-জয়নগর, মজিলপুর-নিমপীঠ হয়ে পৌঁছাতে পারেন কৈখালী। একবার পৌঁছে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে হারিয়ে যাবেন আপনি। চারিদিকে নিস্তব্ধতায় আপনাকে মানসিক শান্তি এনে দেবে।

Avatar

Papiya Paul

X