নিউজশর্ট ডেস্কঃ শীতের সময় ঘুরতে(Travel) যেতে পছন্দ করেন পর্যটকেরা। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর তাই এই সময় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়ও থাকে চোখে পড়ার মতো। তবে ঘুরতে যাবার ক্ষেত্রে অনেকেই যেমন কাছে পিঠে চেনা জায়গায় ঘুরতে চলে যান। ঠিক তেমনি অনেকে আবার দূরে কোথাও অফবিট লোকেশনের(Offbeat Location) সন্ধান করে থাকেন।
তেমনি এক জনপ্রিয় জায়গা হল পাহাড়। হাতে দু-তিন দিনের ছুটি থাকলেই উত্তরবঙ্গের বেশ কিছু পাহাড়ি লোকেশনে ঘুরে আসা যায়। বাঙালির কাছে এক অন্যতম পছন্দের জায়গা উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং(Kalimpong) না গিয়ে আপনি একেবারে আনকোরা এই লোকেশনে ঘুরে আসতে পারেন। আজকের এই প্রতিবেদনে এই নতুন লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো।
এই জায়গাটি হল কালিম্পং-এর একদম কাছেই মারিয়াবস্তি। নামটি যেমন অচেনা জায়গাটি সম্পর্কেও বহু মানুষ এখনও জানেন না। তাই পর্যটকদের ভিড় নেই বললেই চলে। কালিম্পংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিশপ। সেখান থেকেই খুব কাছে রয়েছে এই মারিয়াবস্তি লোকেশন। কিছুদিন আগেই এই জায়গার জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে। তাই পর্যটকদের ভিড় নেই বললেই চলে।
এখানে একটি মাত্র হোমস্টে রয়েছে। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। আর এই সৌন্দর্য রিসপের সৌন্দর্যের থেকেও কম কিছু নয়। একেবারে ছিমছাম নিরিবিলি পরিবেশ এবং তার সঙ্গে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যা মন জয় করে নেবে আপনার। এখানে সকালবেলার সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য অন্যরকম।
এই হোমস্টে গুলিতে থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ হিসেবে চার্জ নেওয়া হয়। এই হোমস্টেতে সামনে বারবিকিউ করার ব্যবস্থা আছে. এখানকার সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। তাহলে আর দেরি না করে চটপট ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন কালিম্পং-এর মারিয়াবস্তির উদ্দেশ্যে।