Arijit

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ক্ষমতা রয়েছে সৌরভের হাতে, কামরান আকমল

ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যাওয়ায় দীর্ঘ কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। এমনকি পাকিস্তানে গিয়ে কোন প্রকার ক্রিকেট খেলবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল দাবি করলেন, “বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। তিনি যেহেতু ভারত অধিনায়ক হিসেবে একাধিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। তাই তিনি ভারত-পাকিস্তান সিরিজের মর্ম জানেন। আমার বিশ্বাস সৌরভ গাঙ্গুলী চাইলেই ভারত-পাকিস্তান সিরিজ হওয়া সম্ভব।”