কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) থাকবেন আর বিতর্ক (Controversy) থাকবেনা তাই কখনও হয়? নিত্যনতুন বিতর্কের সৃষ্টি করতে তার জুড়ি মেলা ভার। এই যেমন সম্প্রতি, জেন জেড (Gen Z), বা নতুন প্রজন্মের যুবক যুবতীদের উদ্দেশ্যে অদ্ভুত সব কটাক্ষ করে বসলেন কুইন কঙ্গনা। যা শোনার পর মানুষ অবাক তো হয়েইছেন, পাশাপাশি বিরক্তও হয়েছেন অনেকে।
সম্প্রতি নায়িকা বলেছেন, আজকের প্রজন্ম অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২-র মধ্যে যারা জন্মেছেন তারা মোবাইল ফোনে এতটাই ব্যস্ত থাকে যে, তারা নাকি কখনোই বাড়ি কিনতে পারবেনা। এখনকার প্রজন্ম তো কমিন্টমেন্টকেও ভয় পায়। আর অভিনেত্রীর এরপরের মন্তব্য তো আরো ভয়ানক।
কঙ্গনার কথায়, এই প্রজন্ম এতটাই নিরলস যে, তারা সেক্স করারও সময় পর্যন্ত পায়না। সেই কারণেই সবাইকে যোগ ব্যায়ামের পরামর্শও দিয়েছেন। গত শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে তিনি লিখেছেন, ‘জেন জেড, হাহা। ওদের হাত পা কাঠির মতো। ওরা তো জীবনের অধিকাংশ সময়টা ফোনের সঙ্গে কাটায়।’
অভিনেত্রীর আরো সংযোজন, ‘বাস্তবে কেউ কারও সঙ্গে কথা বলে না, কিছু দেখে না, বা পড়ে না। এই প্রজন্ম কেবল দ্রুত সাফল্য পেতে চায়। কোনও ডিসিপ্লিন মানে না। এই প্রজন্ম স্টারবাকস এবং অ্যাভোকাডো টোস্ট ভালোবাসলেও এরা বাড়ি কিনতে পারে না। তারা কাউকে দেখানোর জন্য ভাড়ায় দামী ব্র্যান্ডের পোশাক পরতে পারে কিন্তু বিয়ে করার জন্য কমিট করতে পারেনা।’
সাথে তিনি আরো লিখেছেন, ‘শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এরা তো এত অলস হয় যে এরা সেক্স পর্যন্ত করতে পারে না। এই প্রজন্ম আসলে গাজর মুলোর মতো। চোখ পাকাচ্ছে, গালাগালি দিচ্ছে, লোকজনকে ম্যানুপুলেট করে ব্রেন ওয়াশ করছে। কিছু ব্যায়াম এবং যোগব্যায়াম করো তোমরা জেন জেড, কাজে দেবে।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কঙ্গনা এখন ‘চন্দ্রমুখী ২’ নিয়ে বড্ড ব্যস্ত। পি বসুর পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ভারতীয় ইতিহাসের কাল্ট ক্লাসিক এই ছবি নিয়ে নতুন করে বলার কিছু নেই যদিও। মূলত তামিল হরর কমেডি মুভি চন্দ্রমুখীর সিক্যুয়েল। ছবিতে তার বিপরীতে দেখা যাবে রাঘব লরেন্সকে।