Kangana Ranaut

‘আমাকে একেবারে মধুবালার মত দেখতে’, নিজের ঢাক নিজে পিটিয়ে চরম কটাক্ষের শিকার কঙ্গনা

নিত্যদিনই কোনো না কোনো অদ্ভূত মন্তব্য করে লাইমলাইট কেড়ে নেন বলি ডিভা কঙ্গনা রানাওয়াত। আলপটকা মন্তব্য করাতে তার জুড়ি মেলা ভার। আর এইসব মন্তব্যের কারণে ট্রোলডও কম হননা তিনি। তবুও, কন্ট্রোভার্সি কুইন কঙ্গনাকে থামায় কার সাধ্যি!

একথা বলা খুব একটা ভুল হবেনা যে, নেতিবাচকতার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে ইন্ডাস্ট্রিতে (Bollywood) টিকে রয়েছেন কঙ্গনা (Kangana Ranaut)। এই যেমন সম্প্রতি বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি নিজের তুলনা করেছেন কিংবদন্তি নায়িকা মধুবালার (Madhubaala) সঙ্গে। আর তাতেই শুরু হয়েছে ট্রোলিং (Trolling)।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডের স্বর্ণযুগের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন আনারকলি ওরফে মধুবালা। এরকম সুন্দরী অভিনেত্রী খুব কমই পেয়েছে বলিউড। এতবছর পরেও তাঁর সৌন্দর্যের চর্চা চলে দেশজুড়ে। আর সেই মধুবালার সঙ্গেই নিজের তুলনা করে বসলেন কঙ্গনা।

সোশ্যাল মিডিয়া,বলিউড,বিনোদন,গসিপ,কঙ্গনা রানাওয়াত,ইনস্টাগ্রাম পোস্ট,মধুবালা,ট্রোলিং,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Controversy,Instagram Post,Social Media,Trolling,Kangana Ranaut,Madhubaala

নায়িকার মতে, তার কেরিয়ারের শুরুর দিকে তাকে নাকি মধুবালার মতোই দেখতে ছিল। সেইমত নিজের কমবয়সী একটি ছবির সঙ্গে ‘মুঘল-এ-আজম’ অভিনেত্রীর একগুচ্ছ ছবি শেয়ারও করেছেন তিনি। আসলে কঙ্গনা যখন বলিউডে পা রেখেছিলেন তখনকার চেহারা থেকে এখনকার চেহারায় অনেকটাই বদল এসেছে।

সোশ্যাল মিডিয়া,বলিউড,বিনোদন,গসিপ,কঙ্গনা রানাওয়াত,ইনস্টাগ্রাম পোস্ট,মধুবালা,ট্রোলিং,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Controversy,Instagram Post,Social Media,Trolling,Kangana Ranaut,Madhubaala

আত্মবিশ্বাসও বেড়েছে অভিনেত্রীর। তাঁর প্রত্যেক কথায় প্রকাশ পায় সেই আত্মবিশ্বাস। এই পোস্টের ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘মানুষ চায় আমি অনস্ক্রিনে সিনেমার দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি। আমি যখন কেরিয়ার শুরু করি তখন মধুবালার তরুণী বয়সের সঙ্গে হুবহু মিল ছিল আমার। এখনকার কথা অবশ্য বলতে পারব না’।

সোশ্যাল মিডিয়া,বলিউড,বিনোদন,গসিপ,কঙ্গনা রানাওয়াত,ইনস্টাগ্রাম পোস্ট,মধুবালা,ট্রোলিং,বিতর্ক,Bollywood,Entertainment,Gossip,Controversy,Instagram Post,Social Media,Trolling,Kangana Ranaut,Madhubaala

যদিও কঙ্গনার এই আত্মবিশ্বাসকে মোটেও ভালো চোখে দেখেননি নেটিজনরা। একজন লিখেছেন, ‘আত্মবিশ্বাস ভাল তবে অতিরিক্ত নয়।’ জনৈক কটাক্ষ, ‘কঙ্গনার সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কোন দৃষ্টিকোণ থেকে নিজেকে মধুবালার সঙ্গে তুলনা করছেন তিনি?’ কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

Avatar

Moumita

X