Papiya Paul

কঙ্গনার মুকুটে নয়া পালক! দুটি বিশেষ ছবি করে জাতীয় পুরস্কার ক্যুইনের

কোনো স্টার কিড না হয়েও শুধুমাত্র অভিনয়দক্ষতার দ্বারা সকলকে মুগ্ধ করার যোগ্যতা রাখেন তিনি। একের পর এক দুর্দান্ত সিনেমা সকলকে উপহার দিয়ে আজ তিনি বলিউডের কুইন। হ্যাঁ ঠিক ধরেছেন, কথা বলছি কঙ্গনা রানাওয়াতের। চিরকাল স্পষ্ট কথা বলার জন্য বহুবার বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে, কিন্তু অতি বড় নিন্দুকও কোনদিন তাঁর সিনেমা নিয়ে সমালোচনা করতে পারবেন না।

   

এই কথাটি আরও একবার প্রমাণিত হয়ে গেল যখন চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী কঙ্গনা। দিল্লির বিজ্ঞান ভবনে ৬৭ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মণিকর্ণিকা এবং পাঙ্গা ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন তিনি। অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। উল্লেখ্য, এর আগে ফ্যাশন, কুইন এবং তানু ওয়েডস মানু রিটার্নস ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত।

জাতীয় পুরস্কারের সম্মানে সম্মানিত হয়ে ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ছবি পোস্ট করে কঙ্কণা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অভিনেত্রীর মতে, ঝাঁসির রানীর চরিত্র ফুটিয়ে তুলতে তিনি ভীষণ ভাবে পরিশ্রম করেছিলেন। এই ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ, কঙ্গনা রানাওয়াত, লালকৃষ্ণ আদভানি, লেখক প্রসূন যোশী সহ বহু নামিদামি ব্যক্তি।যদিও মণিকর্ণিকা সিনেমাটিকে নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমা চলাকালীন হঠাৎ করে কেন অভিনেতা সনু সুদ সরে দাঁড়ালেন সিনেমা থেকে, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

চতুর্থবার জাতীয় পুরস্কারে পুরস্কৃত হবার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশ্ন করেছেন, সত্যি কি আদৌ কঙ্কণা জাতীয় পুরস্কারের যোগ্যতা রাখেন? এখানেও কি বিজেপি অথবা মোদির পৃষ্ঠপোষকতা করে তিনি পুরস্কার হাতিয়ে নিলেন না? প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে, কিন্তু অভিনেত্রী যে পুরস্কারে পুরস্কৃত হয়ে ভীষণভাবে খুশি, তা শেয়ার করা ছবি দেখেই বোঝা যায়।