টলিউড,বিনোদন,বলিউড,বিতর্ক,সুদীপ কিচ্চা,Tollywood,Entertainment,Bollywood,Controversy,Sudip Kichcha

Moumita

‘বলিউডে গল্পের কোনো জোর নেই, দক্ষিণের ডাবিং করেই চলছে!’ ফের বিষ্ফোরক মন্তব্য অভিনেতা সুদীপ কিচ্চার

আমাদের রাষ্ট্রভাষা হিন্দি নয়, এমন বিতর্কিত মন্তব্য করে ইন্ডাস্ট্রি-ইন্ডাস্ট্রি যুদ্ধ লাগিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন কন্নড় অভিনেতা সুদীপ কিচ্চা। আর তার মন্তব্যের প্রতুত্যর দিতে রীতিমত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অজয় দেবগন। সেই বিতর্ক শেষ হতে না হতেই আবারও নতুন বিতর্ক উসকে দিয়ে আগুন ঘি ঢাললো তার নতুন মন্তব্য।

   

এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘বিক্রান্ত রোনা’র প্রচারে বেজায় ব্যস্ত সুদীপ কিচ্চা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এটিই সুদীপের এযাবৎ ফিল্মি কেরিয়ারের সবচেয়ে বড়ো ছবি। আধুনিক ভিএফএক্স এর ব্যবহার হতে চলেছে ছবিটিতে। সবে মিলিয়ে মোট ৯৫ কোটি টাকার বাজেট নিয়ে বড়ো পর্দায় আসতে চলেছে ‘বিক্রান্ত রোনা’। মোট ৫টি ভাষায় মুক্তি পেতে চলেছে সুদীপ কিচ্চার প্যান ইন্ডিয়া ছবি ‘বিক্রান্ত রোনা’।

খুব স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে উত্তেজনার অন্ত নেই অভিনেতার। ৩-৪ বছর আছে দেখা স্বপ্ন এবার সত্যিই বাস্তব হতে চলেছে। আর এদিকে গত দেড় বছর ধরে দক্ষিণী ছবির দাপটে রীতিমত মাঠ ছাড়া হয়ে পড়েছে বলিউড। এমতাবস্থায় সুযোগ পেয়ে আবারও বলিউডকে তীব্র কটাক্ষের তীরে বিঁধলেন হিন্দি বলয়কে।

সম্প্রতিই বলিউডকে ঠুকে অভিনেতা বলেছেন, কন্টেন্ট ভালো হলেই মানুষ পয়সা খরচ করে হলে আসে। একজন দেখে আরেকজনকে দেখার জন্য রেকমেন্ড করে। তারা ভালো গল্প ফুটিয়ে তোলেন তাই মানুষ তাদের ছবি দেখে। বলিউডের টাকা থাকলেও গল্পে দম নেই। সুদীপ জানান, দক্ষিণের মানুষও বলিউডের ছবি দেখে, তবে সেগুলোই, যেগুলোর গল্পে জোর আছে।

শোলে, হাম দিল দে চুকে সনম, হাম সাথ সাথ হ‍্যায়, কভি খুশি কভি ঘম এর মতো ছবি হুল্লোড় করে দেখেছেন তারা। ভাষা কখোনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বারবার একই গল্প তুলে ধরলে কাঁহাতক আর সেই ছবি ভালো লাগে। নতুন কিছু নতুন ভাবে উপস্থাপিত করতে পারলে তবেই দর্শক টানতে সক্ষম হবে নির্মাতারা।

জানিয়ে রাখি, এই দক্ষিণী সুপারস্টার টলি-বলি দুই জায়গাতেই বেশ চুটিয়ে কাজ করেছেন। সলমন খানের দাবাং 3 তে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ কিচ্চা। অভিনেতার দাবি সাফল্যের জন্য বলিউড এখন সর্বভারতীয় ছবি বানাচ্ছে। তেলেগু,তামিল, কন্নড় একাধিক ভাষাতে ডাবিংও করছে তারা। এরপরও মুখ থুবড়ে পড়ছে কারণ ছবিতে গল্পের জোর নেই। যেখানে আমাদের ছবি বিশ্বব্যাপি ব্যবসা করছে।