UPSC Result

UPSC Result: বাবা হয়ে ছেলেকে জানাবেন স্যালুট! ২২ বছরে IPS হয়ে অসম্ভমকে সম্ভব করলেন এই যুবক

নিউজ শর্ট ডেস্ক: মাত্র ২২ বছর বয়সে আইপিএস অফিসার হয়ে কনস্টেবল বাবাকে গর্বিত করলেন ছেলে। সদ্য প্রকাশে এসেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সার্ভিস পরীক্ষার ২০২৩ এর ফলাফল। সেখানেই ২২ বছর বয়সে ২৯৬ তম স্থান অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে কানপুরের বাসিন্দা বিশাল দুবে।

প্রসঙ্গত বিশালের বাবা সঞ্জয় দুবে কানপুরের হেড কনস্টেবল (Head Constable)। আর ছেলে আইপিএস অফিসার (IPS Officer) হওয়ায় বাবা হিসেবে খুবই গর্বিত সঞ্জয়। কারণ এবার থেকে বাবা পেশাগত দিক দিয়ে বাবা হয়েও সালাম ঠুকবেন ছেলেকে। এই মুহূর্তটা তার জীবনের সেরা মুহূর্ত  বলে জানিয়েছেন কনস্টেবল সঞ্জয় দুবে।  জানা গিয়েছে ফারুখাবাদের নিম করোরির বাসিন্দা সঞ্জয় দুবে, বিলহাউর এসিপি অফিসে পদে রয়েছেন৷

চলতি বছরের মার্চ মাসে ফিরোজাবাদ থেকে কানপুরে বদলি করা হয় সঞ্জয় দুবেকে। এদিন ছেলের এই সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে গর্বিত বাবা সঞ্জয় বলেন ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই তুখোড় ছিলেন বিশাল। ছেলেকে তিনি নাকি কখনও  কোনো কিছুর জন্য জোর করেনি। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময়েই একই সাথে তিনি সিলেক্ট হয়েছিলেন ব্যাঙ্গালোরের মিলিটারি স্কুল এবং নৈনিতালের সৈনিক স্কুলে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন,Union Public Service Commission,Head Constable,আইপিএস অফিসার,IPS Officer,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কিন্তু এই দুই স্কুলের ফিসের অনেক পার্থক্য ছিল। নৈনিতালের সৈনিক স্কুলের ফিস ছিল মিলিটারি স্কুলের তুলনায় বেশি। তাই ছেলেকে কোথায় পড়াশোনা করাবেন তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল গোটা পরিবার। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে বিশাল নিজেই ব্যাঙ্গালোরের স্কুলে ভর্তি সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: নামমাত্র খরচে চলবে ৪ টি সিম কার্ড! একেবারে সস্তায় দুর্দান্ত ফ্যামিলি প্ল্যান আনলো Jio

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন,Union Public Service Commission,Head Constable,আইপিএস অফিসার,IPS Officer,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিশাল যখন একাদশ শ্রেণীতে তখনই এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় বিশাল CLAT এবং একইসাথে NDA পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এরপর তিনি আগ্রার সেম জন্স কলেজ থেকে স্নাতক পাস করেন। পরবর্তীতে ২০২২ সালে স্নাতক পাস করার পর বিশাল দিল্লি গিয়ে ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। কোনো কোচিং না নিয়েই নিজে পড়াশোনা করেই প্রথম চেষ্টাতেই ২৯৬ তম স্থান অর্জন করেছিলেন তিনি। ২০২৩ সালে NET JRF পাশ করায় গর্বিত গোটা পরিবার। 

Avatar

anita

X