Kanyashree Prakalpa

Papiya Paul

Kanyashree Prakalpa: প্রতি মাসে রোজগার ১১০০০, কন্যাশ্রী প্রকল্প থেকে ইনকামের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

নিউজশর্ট ডেস্কঃ বাংলার মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়েছে। তবে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পের(Kanyashree Prakalpa) জনপ্রিয়তা সবথেকে বেশি। এই প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্রীদের আর্থিক সহায়তার পাশাপাশি এককালীন অর্থ উচ্চ শিক্ষার জন্য প্রদান করা হবে।

   

তবে এবার কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করা যাবে সমস্ত কিছুই আজকের এই প্রতিবেদনে জানানো হল।

কোথায় নিয়োগ করা হবে?
উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য নিয়োগ করা হবে।
পদের নাম কি?
ডেটা ম্যানেজার পদ।
শূন্যপদ: ডেটা ম্যানেজার পদের জন্য একটি মাত্র খালি পদ রয়েছে।
কোথায় পোস্টিং হবে?
ব্যারাকপুর ১ নম্বর ব্লক এলাকায়।

কি কি যোগ্যতা লাগবে?
১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
২) প্রাপ্তিকে কম্পিউটারের দক্ষ হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর সার্টিফিকেট থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবে।
৩) কম্পিউটারের টাইপিং স্পিড হতে হবে মিনিট প্রতি ৩০ WPM।
৪) এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আগে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: Government: বছরে ২ বার মিলবে ৫০০০ টাকা করে, আবেদন করতে হবে এই সরকারী প্রকল্পে

বয়স: ২০২৪ এর ১ জানুয়ারি অনুযায়ী, ১৮ বছর থেকে ৩৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতন: এক্ষেত্রে মাসিক ১১ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে।
আবেদন শুরু কবে?
৭ মার্চ থেকে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসক বিজ্ঞপ্তি জারি করার পর থেকে আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

কিভাবে আবেদন করবেন?

১) প্রথমে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganas.gov.in- যেতে হবে।

২) এরপরে ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনার ফোন নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে।

৩) লগ ইন সম্পন্ন হলেই অনলাইনে আপনাকে আবেদনের লিংকটি পাঠানো হবে।

৪) সেই লিংকে আবেদনপত্রটিতে আপনার সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৫) এরপর আবেদন পত্রে যা যা তথ্য চাইছে, সেগুলো স্ক্যান করে, আপনার এক কপি ছবিও স্ক্যান করে অনলাইনেই আপলোড করতে হবে।

৬) সমস্ত পদ্ধতি সম্পন্ন হওয়ার পর এই আবেদনটি জমা করতে হবে।