Papiya Paul

বিশ্বকাপ জিতে পেয়েছিলেন মাত্র ২১০০ টাকা! ৮৩ সিনেমার জন্য কত টাকা পেলেন Kapil Dev?

১৯৮৩ সালের ২৫ জুন যে দুর্ধর্ষ লড়াই চলেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, সেই কাহিনী ফুটে উঠবে 83 সিনেমাতে। ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন এই ছবির সম্পর্কে। তবে জানেন কি? এই বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল পেয়েছিল মাত্র ২১০০ টাকা! কিন্তু এবার দীর্ঘ ৩৮ বছর পর সেই ম্যাচের স্বীকৃতি পাচ্ছে ‘কপিলস ডেভিলস’। শোনা গেছে, এই সিনেমার জন্য কপিল দেব একই পাচ্ছেন ৫ কোটি টাকা!

   

আর গোটা দলকে ১৫ কোটি টাকা দিয়েছেন এই সিনেমার নির্মাতারা। যদিও এই টাকার অঙ্ক শুনে চোখ কপালে উঠেছে সকলেরই। এর আগে লর্ডসে ক্যারিবিয়ানদের উড়িয়ে ক্রিকেটের ইতিহাসে নাম তুলেছিল ভারত। কিন্তু ‘কপিলস ডেভিলস’-এর পকেট ভরেনি। আর তাই নিয়ে বারংবার আক্ষেপ প্রকাশ করেছেন কপিলের সতীর্থরা। অবশেষে তাদের সেই আক্ষেপ মিটছে। ওই ম্যাচ জেতার জন্য কপিলদের পুরো দল পেয়েছিল ২১০০ টাকা।

আর বাকি ম্যাচ ফি ছিল মাত্র ১৫০০ টাকা। ডেইলি অ্যালোয়েন্স ছিল মাত্র ৬০০ টাকা। দেশের মানুষকে বিশ্বকাপের আনন্দ দিতে পারলেও সেইসময় খেলোয়াড়দের পকেট ভরেনি। আর তাই ক্রিকেটারদের আর্থিক অনটনের কথা ভেবে লতা মঙ্গেশকর তার নিজের উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করেছিলেন। সেই কনসার্ট করে প্রাপ্ত অর্থ তুলে দিয়েছিলেন কপিলের দলের হাতে। সেইসময় টাকার পরিমাণ এখনের মত একদমই ছিল না।

আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 83, বহু প্রতীক্ষার পরে অবশেষে সিনেমার পর্দায় ফের দেখা যাবে বিশ্বকাপ জয়ের নানা কাহিনী, কপিল দেবের কাহিনী। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সিনেমায় উঠে আসবে ক্রিকেটের নানা জিনিস থেকে শুরু করে লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের ট্রফি হাতে তুলে নেওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত। এই ছবিতে রয়েছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোপিন সহ অন্যান্য অভিনেতারা।