Papiya Paul

বাস্তব জীবনে সংসারে অশান্তি! ‘পরাগ’ চরিত্রের জন্য স্ত্রীয়ের মনে প্রভাব পড়ছে? যা জানালেন দ্রোণ

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kacha Koi Moner Kotha)ধারাবাহিকের জন্য অভিনেতা পরাগ ওরফে দ্রোণ মুখার্জিকে(Dron Mukherjee) এখন প্রায় সকলেই চেনেন। সকলের কাছেই তিনি এখন পরাগ হিসেবেই জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকেই তাকে তার বাস্তব জীবনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। বর্তমান সময়ের বাস্তব জীবনধারাকে  সিরিয়ালের মাধ্যমে তুলে ধরেছে লেখিকা।

   

এই সিরিয়ালে দেখানো হচ্ছে শিমুল শ্বশুরবাড়িতে আসার পর থেকে স্বামী-শ্বাশুড়ি, দেওর সকলে তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এমনকি তার স্বামী পরাগ শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কষ্ট দিচ্ছে। নিজের বিয়ে করা বউ-এর উপর তার কোন খেয়াল নেই। মায়ের কথাতে সে সব সময় উঠে বসে। আর এই সিরিয়াল দেখতে দেখতে অনেক দর্শকই ভেবে নিয়েছেন বাস্তব জীবনেও অভিনেতা নিশ্চয়ই এরকম ধরনের।

আর এই অভিনয় করার পর সোশ্যাল মিডিয়াতে ও তাকে নানা রকমের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে। বারংবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে অভিনেতাকে। যদিও এই পুরো বিষয়টাই উপভোগ করছেন দ্রোণ। বাস্তব জীবনে অভিনেতা একজন বিবাহিত পুরুষ। এই ধরনের নোংরা মন্তব্য কষ্ট দিচ্ছে তার স্ত্রীকে।

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘অনেকে মনে করছেন বাস্তব জীবনে আমিও হয়তো এরকম। কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন নয়। আমি একজন বিবাহিত পুরুষ। প্রথম প্রথম এই বিষয়গুলো আমার স্ত্রীকে প্রভাবিত করত। ওর মন খারাপ হত। তারপর একদিন ভালো হবে ওকে পুরো বিষয়টা বোঝায়। এখন আর ততটাও গভীরের ভাবেনা ও। অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে।’

যদিও শুরুর থেকে এখন ধারাবাহিকের গল্প অনেকটাই বদলেছে। সামান্য হলেও শিমুলের প্রতি ভালোবাসা বেড়েছে শাশুড়ি মায়ের। একদিন মায়ের বদলে শিমুলের হয়েও কথা বলেছে পরাগ। পর্দায় যাই হোক না কেন বাস্তবে স্ত্রীয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে অভিনেতা দ্রোণের।