Target Rating Point

শিমুলের ঝড়ে ধূলিসাৎ জ্যাস-দীপার পজিশন! সেরার মুকুট হারিয়ে ওলটপালট TRP তালিকা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে সব বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই  শেষ কথা বলে টিআরপি। তাই সাপ্তাহিক তালিকা স্কোরের ওপরেই ভাগ্য নির্ধারণ হয় প্রত্যেকটি বাংলা সিরিয়ালের। তাই প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকেন সিরিয়াল প্রেমীরা। এই দিনেই সামনে আসে সারা সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)।

এই টিআরপি তালিকার নম্বর দেখেই বেঙ্গল টপার সিরিয়ালের নাম জানা যায়। এই টিআরপি তালিকায় এগিয়ে থাকার জন্য সমানে সমানে টক্কর চলে স্টার জলসা এবং জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল গুলির মধ্যে। একটা সময় লাগাতার প্রায় এগারো মাস ধরে বেঙ্গল টপার হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। কিন্তু ইদানিং এই সিরিয়ালের গল্পে এসেছে একঘেয়েমি।

যার ফলে প্রথম স্থান খুইয়ে গত সপ্তাহেই একধাক্কায় পঞ্চম স্থানে নেমে এসেছিল অনুরাগের ছোঁয়ার স্কোর। অন্যদিকে তারই কড়া  প্রতিদ্বন্দ্বী হিসেবে টিআরপি তালিকাতে দুর্দান্ত স্কোর করে এসেছে জি বাংলার জগদ্ধাত্রী। শুরু থেকেই একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালকে টেক্কা দিয়েছেন জ্যাস সান্ন্যাল। গত সপ্তাহেই অনুরাগের ছোঁয়াকে পাঁচে পাঠিয়ে প্রথম হয়েছিল জগদ্ধাত্রী।

বাংলা সিরিয়াল,Bangla Serial,টিআরপি নম্বর,TRP Score,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে চলতি সপ্তাহে একেবারে ওলট পালট হয়ে গেল জাস্ট বিপদের দীপা দের টিআরপি স্কোর। দুর্গাপুজোর বিসর্জনে বিষ  মেশানো সিদ্ধি খেয়েই চলতি সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’।  তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই নিম ফুলের মধু এবং ফুলকি। তাই এবার জ্যাস কিংবা দীপা কেউই ধরে রাখতে পারিনি শীর্ষস্থান।

বাংলা সিরিয়াল,Bangla Serial,টিআরপি নম্বর,TRP Score,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বরং চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ৭.৩. স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। আর ঠিক তার পরেই ৭.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। যদিও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে একটু হলেও নম্বর বেড়েছে দীপার। অন্যদিকে শুরুতেই ৭.১ কোর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’।

বাংলা সিরিয়াল,Bangla Serial,টিআরপি নম্বর,TRP Score,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও  টিআরপি তালিকায় ভালো ফল করেছেন স্টার জলসার ‘লাভ আজকাল’ কিংবা জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ এর মত জনপ্রিয় সিরিয়ালগুলি। আসুনদেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকা।

প্রথম – কার কাছে কই মনের কথা (৭.৭)

দ্বিতীয় – ফুলকি । নিম ফুলের মধু (৭.৬)

তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৩)

চতুর্থ – অনুরাগের ছোঁয়া (৭.২)

পঞ্চম – তুমি আশেপাশে থাকলে (৭.১) (Opening Day)

ষষ্ঠ – Love বিয়ে আজকাল (৬.৪)

সপ্তম – সন্ধ্যাতারা । রাঙা বউ । হরগৌরী পাইস হোটেল (৬.৩)

অষ্টম – ইচ্ছে পুতুল । জল থই থই ভালোবাসা (৬.২)

নবম – তুঁতে (৬.০)

দশম – তোমাদের রাণী । বাংলা মিডিয়াম (৫.৭)

Avatar

anita

X