Papiya Paul

জ্যাস-দীপাকে হারিয়ে সেরার সেরা শিমুল, টপ পজিশন নিয়ে মুখ খুললেন কার কাছে কই’র মানালি

নিউজশর্ট ডেস্কঃ কিছু কিছু সিরিয়াল(Bengali Serial) থাকে যেগুলো শুরুতেই নেতিবাচক প্রভাব ফেলে দর্শকদের মনে। এমনই এক সিরিয়াল হলো ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। শুরুতে শাশুড়ি বৌমার কোন্দল নিয়ে বিরাট সমস্যা দেখানো হয়েছিল এই সিরিয়ালে। এমনকি ছেলে বৌমার ফুলশয্যার খাটে নিয়ে শুয়েছিল খোদ শাশুড়ি। এই নিয়ে চলেছিল জোর বিতর্ক। তবে সেই সব এখন অতীত। নিজের গুনে শাশুড়িকে একেবারেই বদলে দিয়েছে বৌমা শিমুল।

   

শাশুড়ির বাইরে থাকা রুক্ষ মানুষের খোলস থেকে ভেতরে থাকা নরম হাসিখুশি মানুষটাকে বার করে এনেছে শিমুল। শাশুড়ি- বৌমার ভীষণ মিল। একেবারে মা-মেয়ের মতো সম্পর্ক গড়ে উঠেছে। একদিকে মধুবালা শিমুল ও তার টিম ও অন্যদিকে পরাগ, পলাশ আর প্রতীক্ষা। শাশুড়ি-বৌমার এই সুন্দর সম্পর্ক দেখিয়ে চড়চড় করে এগিয়ে চলেছে টিআরপি। শুধু এগোনো নয়, এই সপ্তাহে টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়াকে ধাক্কা মেরে সরিয়ে সেরা সিংহাসন দখল করে নিয়েছে শিমুল।

ধারাবাহিকে সেরা পজিশন পাওয়ার পর কেমন লাগছে মানালি(Manali Dey) ওরফে শিমুলের? আনন্দবাজারের সঙ্গে এই প্রসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “ভালো নম্বর পেতে ভালো লাগে। আমরা সবাই মিলেই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এত ভালো নম্বর পেলে সেই চেষ্টার মাত্রা আরও বেড়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা সব সময় একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। তাই একটা লক্ষ্য থাকা সব সময় ভালো।”

tollywood actress manali dey comeback in a new serial on zee bangla promo out:

এই সিরিয়ালে কখনো ম্যারিটাল রেপ, কখনো আবার বধূ নির্যাতন সমস্ত কিছুই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। বর্তমান সমাজে মেয়েদের কি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা এই সিরিয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এতেই বাজিমাত করেছে কার কাছে কই মনের কথা। টিআরপি তালিকায় সেরার জায়গা দখল করে বুঝিয়ে দিয়েছে বিতর্ক যতই হোক না কেন গল্প ভালো হলে ভালো পজিশন পাওয়া থেকে কেউ আটকাতে পারে না।