Kar Kache Koi Moner Kotha

anita

Kar Kache Koi Moner Kotha: মৃত্যুর মুখে পুতুল! বিপদের দিনে শিমুলের কথাই মনে পড়লো মধুবালার, ফাঁস তুলকালাম পর্ব

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)।  এই ধারাবাহিকের নায়িকা শিমুলের (Shimul) ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। সম্প্রতি দেখা গিয়েছে পলাশ আর প্রতীক্ষা মিলে পরাগকে  বিষ খাইয়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে শিমুলের ওপর। আর তারপরেই বিনা অপরাধে এখন জেল খাটছে শিমুল।

   

আর প্রতিবারের মতো এবারও এবারও নিজের ছেলের বিপদ দেখে পাল্টি খেয়েছে শিমুলের শ্বাশুড়ি।এমনকি শিমুলের তরফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার বাপের বাড়ি সদস্যরাও।তবে এই বিপদের দিনে শিমুলের হাত ছাড়েনি, তার পাড়ার বান্ধবীরা আর ভালোবাসার মানুষ শতদ্রু । তাই সে নিজের আশীর্বাদ ছেড়ে শিমুলকে বাঁচানোর জন্য থানায় উকিল  নিয়ে গিয়েছিল।

এই মুহূর্তে ধারাবাহিকে দেখা যাচ্ছে আদালতে উঠেছে শিমুলের কেস। গত পর্বেই দেখা গিয়েছে আচমকাই ধুম জ্বর এসেছে পুতুলের। আর মধুবালা ঘরে গিয়ে পুতুলের গায়ে হাত দিয়ে দেখে তার ধুম জ্বর। মধুবালা থার্মোমিটার দিয়ে দেখেন পুতুলের ১০৪ জ্বর এসেছে। তখন তিনি পলাশ-প্রতীক্ষাকে ডাকলে তারা এবিষয়ে কোনো উদ্যোগ নেওয়া তো দূরের কথা উপরন্তু হুকুম তামিল করতে ব্যস্ত হয়েনা পড়ে।  

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,পুতুল,Putul,মধুবালা,Madhubala,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এমনকি ওই পরিস্থিতিতে প্রতীক্ষা মধুবালা কে তার  খাবার বেড়ে দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করা শুরু করে। এরপরেই দেখা যায়  পুতুলকে বাঁচানোর জন্য তুতুলদের ডাকার কথা বলবেন মধুবালা। কিন্তু সটান  বারণ করে দেয় প্রতীক্ষা।  এমনকি ডাক্তার ডাকতে বলা হলেও তারা এড়িয়ে যায়।

আরও পড়ুন: বিক্রি হবে ১২ মাস! কম পুঁজির এই ১০ ব্যবসাতে ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মীর ভান্ডার

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,পুতুল,Putul,মধুবালা,Madhubala,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

 এই পরিস্থিতিতে পলাশ-প্রতীক্ষার ব্যবহার দেখে মধুবালার তখন মনে পড়ে এই সময় শিমুল থাকলে তার হয়তো  এত কিছু ভাবতে হতো না, তার মেয়েকেও  এত কষ্ট সহ্য করতে হতো না। তাই  এখন দেখার শেষ মুহূর্তে এসে মধুমালা আবার নিজের ভুল বুঝতে পেরে শিমুলের পাশে দাঁড়ায়  কিনা!