নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে একটার পর একটা টুইস্ট এনে চলেছে নির্মাতারা। এই ধারাবাহিক যারা রোজ দেখেন, তারা জানেন শ্বশুরবাড়ির দীর্ঘদিনের অত্যাচার, অপমান সহ্য করতে না পেরে বাপের বাড়িতে গিয়ে পৌঁছেছে শিমুল। যদিও সেখানে গিয়েও অপমানিত হতে হচ্ছে তাকে। মা এবং ছোট বৌদি খুশি হলেও বড়দা এবং বড় বৌদি একবারেই খুশি হয়নি।
আর তাই বাসস্থানের জোগাড় হলেও নিজের খরচ চালানোর জন্য চাকরির খোঁজ করছে সে। আর এই চাকরির খোঁজ করতে গিয়ে প্রাক্তন প্রেমিকের মুখোমুখি হবে শিমুল। সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, চাকরির খোঁজে নিজের বন্ধুর বাড়ি গিয়েছে শিমুল। যদিও সেই বন্ধু তার চাকরির কোন খোঁজ খবর না দিয়ে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুর প্রসঙ্গ তোলে। আর এতেই রেগে যায় শিমুল। আর এবার সেই শতদ্রুই শিমুলের সামনে এসে দাঁড়ায়।
আগামী পর্বে দেখানো হবে বন্ধুর বাড়িতে কলেজ জীবনের প্রেমিকের মুখোমুখি হতে হবে শিমুলকে। সে ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইলে বাধা দেবে শতদ্রু। সে কথায় কথায় বলবে তার এখন কলকাতায় পোস্টিং হয়েছে। এর পাশাপাশি সে এটাও জানাবে যে এতদিন সবার কাছ থেকে শিমুলের খোঁজ খবর নিয়েছে সে। এমনকি তাদের আগের ভালোবাসার প্রসঙ্গ টেনে নিয়ে আসবে।
শিমুলকে সে বলবে যে মাত্র ৫ বছর অপেক্ষা করতে বলেছিল শিমুলকে। কিন্তু শিমুল সেটা করেনি। তখন শিমুল জানাবে যে সেই সময় শতদ্রুর কাছে ৫ ঘণ্টা সময়ও থাকতো না। তাহলে ৫ বছর অপেক্ষা কী করে করতো সে? এরপরেই নিজের অফিসে শিমুলকে কাজের অফার দেবে সে। যদিও সেই প্রস্তাব নিতে রাজি হবে না শিমুল। এবার আগামী দিনে কিভাবে এগোবে এই তিনজনের সম্পর্ক সেটা আগাইমি পর্বগুলি দেখলেই বোঝা যাবে।