Kar Kache Koi Moner Kotha

anita

Kar Kache Koi Moner Kotha:শিমুলের হাত ধরে সুযোগ চাইছে পরাগ! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র মোড় ঘোরানো পর্ব

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত এটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়িকা শিমুলের (Shimul) ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে।আর তার স্বামী পরাগের (Porag) ভূমিকায় রয়েছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।

   

সদ্য প্রকাশ্যে এসেছে কার কাছে মনের কথা সিরিয়ালের একটি নতুন প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পর  শ্বশুরবাড়িতে আসছে শিমুল। আর বাড়ির বাইরে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে পাড়ার মহিলারা।শিমুল দরজায় গিয়ে দাঁড়াতেই শ্বাশুড়ি মধুবালা তাকে বরণ করার জন্য এগিয়ে এসে বলে ‘আমি জানতুম বৌমা সত্যের জয় হবেই! তুমি আবার একদিন এই বাড়িতে ফিরে আসবে’।

তখন শিমুল হাত দিয়ে বরণডালা থামিয়ে দিয়ে বলে ওঠে ‘এবার এসেছি শুধু চলে যাব বলে। অনেক হয়েছে আর নয়।’ এরপরে ঘর থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে শিমুল। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে শিমুলের হাত টেনে ধরে পরাগ বলে ওঠে ‘বলছি আর একটা কি সুযোগ দেওয়া যায় না আমায়? আমরা যদি নতুন করে শুরু করি আবার সবটা?’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,শতদ্রু,Shatadru,নতুন প্রোমো,New Promo,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

পরাগের মুখে একথা শুনে চোখে জল এসে যায় শিমুলে। আর তখনই তার হাত থেকে পড়ে যায় ব্যাগ। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের এই প্রোমো দেখে দর্শকমহলে তৈরি হয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন শিমুল যদি পরাগের এই ন্যাকা কান্নায় গলে গিয়ে তাকে হ্যাঁ বলে দেয় তাহলে  অন্যায় করা হবে শতদ্রুর সাথে।

আরও পড়ুন: অর্ণব অতীত! এই অভিনেতার সাথে বিয়ে সারলেন ঈপ্সিতা, খুশি ভক্তরা

আবার কেউ রসিকতা করে বলেছেন এবার শতদ্রু ভিলেন হয়ে যাবে। অন্যএকজন দর্শকের মন্তব্য ‘ধুর,পরাগের সাথে থাকার সিদ্ধান্ত নিলে এই সিরিয়াল আর দেখবোনা।বিপদের দিনে যেই মানুষটা পরিবার,সমাজ, নিজের সুনাম, চাকরি সবকিছুর সাথে লড়ে, সবকিছুকে বাজি রেখে শিমূলের জন্য আপ্রাণ লড়ে গেল সেই শতদ্রুর কাছেই ওর যাওয়া উচিত এসব পাল্টি বাজদের ছেড়ে,শতদ্রুর সাথে এতবড় অন্যায় শিমূল করলে একদম বাজে দেখাবে বিষয়টা।’