Pan-Aadhaar Link

anita

Pan-Aadhaar Link: এখনও ১১ কোটি মানুষই করাননি প্যান-আধার লিঙ্ক! লেট ফি থেকে সরকারের আয় শুনলে চমকে যাবেন

নিউজ শর্ট ডেস্ক: কেন্দ্র সরকার প্যান কার্ডের (Pan Card) সাথে আধার কার্ডের (Aadhaar Card) লিঙ্ক (Link) নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রচার চালালেও এখনও প্রায় ১১ কোটি মানুষ প্যানের সঙ্গে আধার লিংক করায়নি। সম্প্রতি লোকসভায় এই তথ্য জানিয়েছেন খোদ অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এমনকি তিনি দাবি করেছেন শুধুমাত্র প্যান-আধার লিঙ্ক করতে দেরি করার জন্যই লেট ফি (Late Fee) বাবদ ৬০০ কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে সরকার।

   

সরকারি নির্দেশ অনুযায়ী প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। এই সময়সীমার পরে যারা প্যান এবং আধার লিঙ্ক করেছেন, তাঁদের থেকে লেট ফাইন বাবদ ১০০০ টাকা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, প্রায় ১১.৪৮কোটি প্যান কার্ডে এখনও বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করা হয়নি।

লোকসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন ২০২৪ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত আধারের সঙ্গে সংযুক্ত নয় এমন ১১.৪৮ কোটি প্যান কার্ড রয়েছে।এছাড়া এদিন সংসদে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা লেট ফি দিয়ে আধার ও প্যান কার্ড লিঙ্ক করেছেন, তাঁদের থেকে মোট ফি আদায়ের পরিমাণ ৬০১.৯৭ কোটি টাকা।

প্যান কার্ড,Pan Card,আধার কার্ড,Aadhaar Card,লিঙ্ক,Link,লেট ফি,Late Fee,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla

বায়োমেট্রিক ভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের  রেজিস্ট্রেশন না করালে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে প্যান কার্ড।তবে এখানে বলে রাখি এই নিষ্ক্রিয় হওয়ার অর্থ  কিন্তু বাতিল নয়। যদিও মেস্যাড শেষ হওয়ার পরেও ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার-প্যান কার্ড লিঙ্ক করানো যাচ্ছে।

আরও পড়ুন: ATM দিয়ে শুরু করুন এই ইউনিক ব্যবসা, প্রতি মাসের রোজগার গুণে শেষ হবে না

প্যান কার্ড,Pan Card,আধার কার্ড,Aadhaar Card,লিঙ্ক,Link,লেট ফি,Late Fee,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla

এখনই এই নিয়মই লাগু রয়েছে। তবে প্যান কার্ড অ্যাক্টিভ না থাকলে, TDS এবং TCS-এ অতিরিক্ত কর আদায় করা হতে পারে। সমস্যা হবে আয়কর রিটার্ন ফাইলিংয়ের সময়ও। তাই যারা এখনও প্যান- আধার লিঙ্ক করাননি তাঁদের দ্রুত লিঙ্কিংয়ের কাজ সেরে ফেলা উচিত।