Kar Kache Koi Moner Kotha

anita

Kar Kache Koi Moner Kotha: ‘মারধর করা হয়!’ অতীতের কথা বলতে গিয়ে চোখে জল খলনায়িকা ‘প্রিয়া’ বর্ণিনীর

নিউজ শর্ট ডেস্ক: সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি প্রত্যেকেরই মনের কথা জানানোর অন্যতম বড় প্ল্যাটফর্ম হলো জি বাংলারZee Bangla) ‘দিদি নাম্বার ওয়ান’- (Didi No 1) এর মঞ্চ। জনপ্রিয় এই গেম শো’তে এসেই প্রত্যেকে জানান নিজেদের বাস্তব জীবনের নানা ধরনের কঠিন সংগ্রামের কথা এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের ঘুরে দাঁড়ানোর কথা।

   

সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই জনপ্রিয় গেম শো’তে হাজির হয়েছিলেন জি বাংলার ‘কার কাছে মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের জনপ্রিয় খলনায়িকা প্রিয়া (Priya) অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী (Barninee Chakraborty )। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন। পরাগ, পলাশ, প্রতীক্ষা ছাড়াও এই মুহূর্তে শিমুলের জীবনের অন্যতম বড় শত্রু হলো এই প্রিয়া।

পরাগের ছাত্রী হয়ে বাড়িতে এন্ট্রি নেওয়ার পর থেকেই শিমুলকে চিরকালের জন্য বাড়ি থেকে তাড়িয়ে পরাগের সাথে পাকাপাকিভাবে সংসার করার মতলব ছিল প্রিয়ার। ধারাবাহিকে শিমুল পরাগের ডিভোর্স হতেই ইতিমধ্যেই আশীর্বাদ হয়ে গিয়েছে পরাগের। সিরিয়ালে প্রিয়ার সাথে খুব তাড়াতাড়ি বিয়ে হবে তার।প্রসঙ্গত সিরিয়ালে শিমুলকে বিরক্ত করার জন্য সারাক্ষণ প্রস্তুত থাকে প্রিয়া। কিন্তু অনেকেই জানেন না এই প্রিয়া অভিনেত্রীর বাস্তব জীবনের কাহিনী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,প্রিয়া,Priya,বর্ণিনী চক্রবর্তী,Barninee Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,অভিনয় জীবন,Acting Career,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আরও পড়ুন: নতুন দোকানের উদ্বোধনে বাবাকে পাশে নিয়েই কেক কাটলেন নন্দিনী! জমিয়ে হল সেলিব্রেশন

আসলে সিরিয়ালের এই খলনায়িকা একসময় অত্যাচারিত হয়েছিলেন বাস্তবে। তাও আবার নিজের বাড়ির লোকের কাছেই।নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা বলতে গিয়ে এদিন পর্দার প্রিয়া অভিনেত্রী বলেন, ‘আমি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে নাচ শিখেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। ক্লাসিক্যাল গান শিখেছি। মায়ের কাছে আবৃত্তি শিখেছি। ডান্স বাংলা ডান্সে ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করেছি। সারেগামাপাতে ব্যাকআপ করেছি।’

এরপরেই ধরা গলায় অভিনেত্রী বলেন ‘তখন আমি একটু একটু করে বাইরের জগতটা চিনতে শুরু করি। এই সময়ই আমার বাড়ির  তরফে বলা হল আমার সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আরও বলা হয়, নাচ ছিল ঠিক আছে। কিন্তু অভিনয় আসতেই সব কিছু বন্ধ করে দেওয়া হবে বলা হয়। আমাকে রীতিমত মারধর করা হতো।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,প্রিয়া,Priya,বর্ণিনী চক্রবর্তী,Barninee Chakraborty,ব্যক্তিগত জীবন,Personal Life,অভিনয় জীবন,Acting Career,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে বর্ণিনীর সংযোজন ‘এরপর এক মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে বেরিয়ে যাব নইলে আমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তখন বেরিয়ে আসি। এখন ভাড়া থাকি। ছোট ছোট কাজ দিয়ে শুরু করি। এরপর ২০২১ সালে একটি পারিবারিক চরিত্র সুযোগ পাই।’ প্রসঙ্গত বর্ণিনীকে এখন  কার কাছে কই মনের কথা  ছাড়াও মিঠিঝোরা ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে।