Money Making Tips

Money Making Tips: বাড়িতে বাগান থাকলে আয় করার বিরাট সুযোগ, এইভাবে অল্প পরিশ্রমেই ইনকাম হবে মোটা টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন বহু মানুষ শুধুমাত্র চাকরি করে অর্থ উপার্জন(Money Making Tips) নয়, চাকরির পাশাপাশি যে কোন রকমের ব্যবসা করেও মোটা টাকা অর্জন করতে চাইছেন। সেক্ষেত্রে ছোটখাটো ব্যবসার পাশাপাশি অনেকেই নতুন কিছু চাষ করার দিকেও ঝুঁকছেন। এক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে একটি লাভজনক চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হলো।

বর্তমানে বাগিচা ফসল হিসাবে মাল্টা লেবু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অল্প খরচে যেহেতু অধিক লাভ হচ্ছে তাই এই লেবু চাষের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকেরা। আপনি চাইলে আপনার বাড়ির পাশের বাগানে এই চাষ করতে পারেন। কিভাবে এই মাল্টা লেবু চাষ করবেন? বছরে কতবার এই লেবু থেকে ফল পাওয়া যায়? এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হল।

একবার গাছ লাগালেই এই মাল্টা লেবু প্রত্যেক বছর বছর ভালো ফল দেয়। তবে এই গাছ থেকে বছরে একবারই ফল পাওয়া যায়। এই গাছের চাষ করার জন্য অধিক পরিমাণে জৈব সারের প্রয়োজন রয়েছে। এই জৈব সারের মধ্যে ভার্মি কম্পোস্ট, গোমূত্র, বেসন ও গুড় দিয়ে সার তৈরি করে, সেই সার মাল্টা গাছে দেওয়া হয়।

আরও পড়ুন: Income Tax Raid: ১০ লাখ নাকি ১৫ লাখ! একসঙ্গে কত টাকা বাড়িতে নগদ রাখা যায়? কি বলছে আয়কর আইন?

প্রত্যেকটি মাল্টার গায়ে সিকি পয়সার মত আকৃতি দেখা যায়। এই গাছ যদি ভালোভাবে চাষ করা যায় তাহলে এখান থেকে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব হয়। বাজারে ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে এই মাল্টা লেবু বিক্রি হয়। বাড়ির উঠোনে কিংবা বাগানে বা ছাদ বাগানেও এই গাছের চাষ করা যেতে পারে। আপনি যদি একটু যত্ন করে এই গাছের চাষ করেন, তাহলে এর থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব।

Avatar

Papiya Paul

X