Karmabandhu Schme Recruitment in Bakura District Court 2024 know application process

পরীক্ষা ছাড়া ইন্টারভিউ দিয়েই সরকারি চাকরি! কর্মবন্ধু প্রকল্পে শুরু হল নিয়োগ, এভাবে করুন আবেদন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে চাকরির বাজারের অবস্থায় খুবই শোচনীয়। পড়াশোনা করেও একটা ভালো চাকরি পেতে গিয়ে কালঘাম ছুটছে রাজ্যের যুবক যুবতীদের। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এল বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে। কাজ দেওয়ার উদ্দেশ্যেই চালু হয়েছিল কর্মবন্ধু প্রকল্পের। সম্প্রতি সেই স্কিমের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানা যাচ্ছে, বিভিন্ন জেলায় একাধিক পদে নিয়োগ করা হবে। কি যোগ্যতা লাগবে থেকে কিভাবে আবেদন করবেন? সমস্ত বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

কর্মবন্ধু প্রকল্প ২০২৪ (Karmabandhu Scheme 2024)

রাজ্যের বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। যেখানে প্রার্থীদের নিজের বয়স, শিক্ষাগত যোগ্যতা দেখে কাজের খোঁজ দেওয়া হয়। আপনিও এই প্রকল্পে আবেদন করতেই পারেন। তবে তার জন্য কিছু নূন্যতম যোগ্যতা রয়েছে। যার মধ্যে প্রথমটি হল আবেদনকারী প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৪ এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যেই হতে হবে। অবশ্য জাতিগত সংরক্ষণ এখানে প্রযোজ্য হবে। তাই আপনি যদি কোন বিশেষ শ্রেণীভুক্ত হন তাহলে বয়সের ছাড় পাওয়া যাবে। এছাড়া প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে আর স্বাস্থ্য ভালো থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আলাদা করে কোনো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়নি। তাই নূন্যতম শিক্ষা থাকলেই আবেদন করা যাবে।

শূন্যপদ ও বেতন

এই মুহূর্তে ৩ টি শূন্যপদ রয়েছে। নিয়োগ করা হবে ঝাড়ুদার হিসাবে। এই কাজের জন্য শুরুতে প্রতিমাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে পরবর্তীকালে অনুদান বাড়ানো হতে পারে।

কিভাবে আবেদন করতে হবে?

  • এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিংক দেওয়া আছে) চলে যেতে হবে।
  • সেখানে যাওয়ার পর “Recruitment” সেকশনে ক্লিক করলেই নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে। নোটিফিকেশন ডাউনলোড করলেই তার সাথে আবেদনের ফর্ম পাওয়া যাবে।
  • এই ফর্মটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে সেটা নির্দিষ্ট ঠিকানায় বা বাঁকুড়া কোর্টে পৌঁছে দিতে হবে।

নিয়োগের পদ্ধতিঃ

নিয়োগের পূর্বে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। যেখানে ৩০ নম্বর থাকবে। যেদিন ইন্টারভিউ এর জন্য ডাকা হবে সেদিন বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার প্রমান নিয়ে হাজির হতে হবে। এই সমস্ত ডকুমেন্টসের কালার জেরক্স কপি সাথে রাখতে হবে। সিল্কেটেড হলে একটি এফিডেভিট জমা দিতে হবে যে প্রার্থীর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই আবেদনের সময়।

আরও পড়ুনঃ রিচার্জের দাম আসলে অনেকটাই কম আছে! TRAI রিপোর্ট চাইতেই সাফাই দিল Jio ও Airtel

আবেদনের শেষ তারিখঃ ১৮ ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। 

আবেদনের বিজ্ঞপ্তির লিংকঃ Official Notice Link

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X