Government

Government: শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মাত্র ২ হাজার টাকাতেই মনের মতো বাড়ি দিচ্ছে সরকার!

নিউজ শর্ট ডেস্ক: বাংলার নারীশক্তিকে এগিয়ে রাখতে বরাবরই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তা সে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প হোক কিংবা লক্ষ্মীর ভাণ্ডার। তালিকাটা বেশ লম্বা। সরকারের এই সমস্ত প্রকল্পের ফলে ব্যাপক ভাবে উপকৃত হয়েছেন রাজ্যের মহিলারা।

এই সমস্ত সরকারি প্রকল্প ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধির জন্যও নানারকম সুযোগ-সুবিধাও দেওয়া হয়। তবে এবার রাজ্যের একটি নতুন প্রকল্পের হাত ধরে সরকারি বাড়িতেই মাথা গোঁজার ঠাঁই পেতে চলেছেন রাজ্যের মহিলারা। কাজে বোঝাই যাচ্ছে এই অভিনব সরকারি এই প্রকল্পের হাত ধরে এবার রাজ্যের মহিলাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হতে চলেছে।

এই নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী মহিলারাপ্রতি মাসে মাত্র  ২০০০ টাকা দিলেই প্রশাসনের তরফ থেকে থাকার জন্য নির্দিষ্ট বাড়ি বা ঘর পাবেন। মূলত যে সমস্ত মহিলারা চাকরির জন্য নিজের বাড়ি থেকে দূরে অন্য কোনও শহরে থাকতে বাধ্য হন তাঁদের নিরাপদ বাসস্থানের জন্যই এই ‘কর্মাঞ্জলি’ (Karmanjali) নামের নতুন প্রকল্প (New Scheme) চালু  করেছে প্রশাসন।

সরকার,Government,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,কর্মাঞ্জলি,Karmanjoli,সরকারি প্রকল্প,Government Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি এই নতুন প্রকল্পটি কিন্তু রাজ্য সরকার নয়, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন  চালু করেছে। মূলত কর্মরত মহিলাদের জন্যই আপাতত শিল্প শহর হলদিয়াতে এই প্রকল্প শুরু হচ্ছে। আসলে বাড়ি থেকে দূরে পোস্টিং হলে কর্মরত মহিলাদের থাকার জায়গার সমস্যাটা কিন্তু বহুদিনের।

আরও পড়ুন: বন্দেভারতে প্রবীণ নাগরিকদের জন্য জবরদস্ত খবর! এবার মিলবে এই বিশেষ সুবিধা

এক্ষেত্রে বাধ্য হয়েই সবাই বাড়ি ভাড়া থাকলেও, অনেক সময় বাড়ি ভাড়া পেতেও সমস্যা হয়। তাছাড়া প্রশ্ন ওঠে  নিরাপত্তা নিয়েও। তাছাড়া এইভাবে  ভাড়া থাকতে গেলে  টাকাও খরচ হয় অনেক বেশি। এবার এই  সমস্যার সমাধান করতেই  দূর করতাই কর্মরত মহিলাদের জন্য অল্প খরচে নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করতেই ‘কর্মাঞ্জলি’ প্রকল্প শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

সরকার,Government,মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,কর্মাঞ্জলি,Karmanjoli,সরকারি প্রকল্প,Government Scheme,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই যদি কেউ এই সরকারি প্রকল্পে বাড়ি পেতে আগ্রহী থাকেন তাহলে purbamedinipur.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। জানা যাচ্ছে আগামী ১৫ মার্চ, ২০২৪ তারিখের মধ্যেই এই কর্মাঞ্জলি প্রকল্পের বাড়ির জন্য আবেদন করতে হবে।

Avatar

anita

X