তিনি নাকি বলিউডের (Bollywood) নতুন প্রজন্মের সুপারস্টার। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় খান, কুমারদের যখন খালি হাতে ফিরতে হয়েছিল তখন তিনিই টেনে তুলেছিলেন ইন্ডাস্ট্রিকে। আশাতীত ফল করেছিল ‘ভুলভুলাই ২’ । ফ্রেডিতেও তার অভিনয় ছিল নজর কাড়ার মত। প্রথম সারিতে পাকাপাকি ভাবে জায়গা করার জন্য এক রকম প্রস্তুত হয়ে গিয়েছিলেন কার্তিক আরিয়ান (Kartik Aryaan)।
তবে এবার বোধহয় খানিক ব্যাকফুটে চলে এসেছেন অভিনেতা। কার্তিকের কেরিয়ারে এক কালো ছাপ ফেলে দিল ‘শেহজাদা’। প্রসঙ্গত উল্লেখ্য, গত কাল অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছে কার্তিক-কৃতি অভিনীত ছবি ‘শেহজাদা’। ছবিটি মূলত আল্লু অর্জুনের ‘আলা বৈকুণ্ঠপুরমলু’র হিন্দি রিমেক।
বহুদিন আগে থেকেই মিডিয়ায় ছেয়ে ছিল ‘শেহজাদা’র চর্চা। কার্তিক অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিল আরো একটি ব্লক ব্লাস্টার হিটের জন্য। কিন্তু তাদের আশায় এক বালতি জল ঢেলে দিলেন স্বয়ং কার্তিক। কারণ প্রথম দিনই ছবিটিকে ফ্লপ বলে ঘোষণা করে দিয়েছে দর্শকদের একাংশ।
যেখানে ‘ভুলভুলাইয়া ২’ প্রথম দিনেই ১৪ কোটির ব্যবসা করেছিল সেখানে ‘শেহজাদা’র মেরে কেটে কালেকশন ৫-৬ কোটির ঘরে পৌঁছাবে হয়ত। ট্রেড অ্যানালিস্টরা তো এই অঙ্কের টাকাতেই সন্দেহ প্রকাশ করছেন। আর তারপর থেকেই কটাক্ষের ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
কেউ লিখেছেন, ‘দক্ষিণের সঙ্গে টক্কর দিতে গিয়ে প্রথম দিনেই হোঁচট খেলেন কার্তিক!’ তো কারোর মতে, ‘এমন ছবি এই সময়েও বানানো আর আশা করা যে দর্শকরা তা দেখবে, এটাই সবথেকে বড় ভুল।’ কেউ বলছেন, ‘এমন ছবি করার জন্য রাজি হলেন কীকরে কার্তিক?’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ছবির জন্য নেওয়া পারিশ্রমিকও নাকি ফিরিয়ে দিয়েছেন কার্তিক। আর এই খবরে শিলমোহর দিয়েছেন খোদ অভিনেতা। আসলে ছবিতে নাকি কিছু আর্থিক সমস্যা চলছিল। তাই তিনি পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হয়ে যান।