Deepika-Katrina

Moumita

ক্যাটরিনার রিজেক্ট করা এই ৪ টি ছবি বদলে দেয় দীপিকার ভাগ্য, জানেন কোন ছবিগুলো?

কখনও হয়ত চরিত্র পছন্দ হয়নি বলে বা পারিশ্রমিকের অঙ্ক মনঃপুত হয়না বা ব্যস্ত শিডিউল থেকে সময় বার করা চাপ বলে অথবা ব্যক্তিগত কোনও কারণে একাধিক ছবির প্রস্তাবে রাজি হন না অভিনেতা-অভিনেত্রী। পরে দেখা যায় সেইসব চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন অন্য অভিনেতা বা অভিনেত্রী। কিছুটা এরকমই ঘটেছে ক্যাটরিনা কাইফের(Katrina Kaif) ক্ষেত্রেও। ভিকি(Vicky Kaushal) ঘরণীর ফিরিয়ে দেওয়া প্রস্তাব কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে গেছিল দীপিকার(Deepika Padukone) ক্ষেত্রে।

   

চেন্নাই এক্সপ্রেস (২০১৩) : অনেকেই হয়ত জানেননা যে রোহিত শেঠির এই ব্লকবাস্টার মুভির অফার গেছিল ক্যাটরিনার কাছে। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিশ্ব জুড়ে ছবিটি ৪২২ কোটি টাকার ব্যবসা করেছিল।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩) : এই ছবির জন্য অয়ন মুখার্জির প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে সেইসময় হাতে অন্য কাজ থাকায় এই ছবির জন্য হ্যাঁ বলতে পারেননি ক্যাট। বিশ্বজুড়ে মোট ৩১৮ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

গলিয়োঁ কা রাসলীলা রাম-লীলা (২০১৩) : এক্ষেত্রেও সঞ্জয় লীলা বানসালির প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। কিন্তু ক্যাট সেই প্রস্তাব ফিরিয়ে দিলে ডাক পড়ে দীপিকার। ছবির সাকসেস নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। মোট ২২০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

বাজিরাও মস্তানি (২০১৫) : সঞ্জয় লীলা বানসালির এই কাল্ট ক্লাসিক মুভিটির প্রথমে ক্যাটরিনর কাছে গেছিল। তবে এবারও মানা করেন ক্যাটরিনা। ছবিটি দেশের বক্স অফিসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।