ভুলেছেন ‘মিঠাই’ সৌমিতৃষাকে, নতুন বন্ধু পেতেই পুরনোকে বিদায়! নেটপাড়ায় কুরুচিকর আক্রমণ কৌশাম্বীকে

নিউজশর্ট ডেস্কঃ টেলিপাড়ার জনপ্রিয় মুখ কৌশাম্বী চক্রবর্তী(Kaushambi Chakraborty)। ‘মিঠাই’ (Mithai)ধারাবাহিকে ‘দিদিয়া’ চরিত্রে অভিনয় করার পর তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এর সাথেই মিঠাইয়ের আদৃত রায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নেটপাড়ায়ও জনপ্রিয় তিনি। এই মুহূর্তে জি বাংলার(Zee Bangla) ‘ফুলকি'(Phulki) ধারাবাহিকে বিধবা বৌদি পারমিতার চরিত্রের অভিনয় করছেন তিনি।

আর তাই নতুন চরিত্রের বেশ কিছু নতুন ছবি তিনি তার ইনস্টাগ্রামে আপলোড করেছেন। অভিনেত্রী এই ছবিগুলো শেয়ার করেছেন ‘ফুলকি’র নায়িকা দিব্যানি মন্ডলের সঙ্গে। আর ছবি দেখে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে বেশ গাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছে। বলাই বাহুল্য, এই ছবি চোখ এড়ায়নি নিন্দুকদের। একজন ইউজার কমেন্ট করে লিখেছেন, ‘আগে সৌমিতৃষার সঙ্গেও খুব মিল ছিল কিন্তু এখন…স্বার্থপর কৌশাম্বি।’

এরকমই নানা রকমের মন্তব্য এসেছে অভিনেত্রীর পোস্টে। যদিও এই কমেন্টগুলো দেখে কোন মন্তব্য করেননি কৌশাম্বি। মিঠাই ধারাবাহিক শেষ হবার পর ফুলকিতে কাজ করছেন তিনি। অন্যদিকে মিঠাই ওরফে সৌমিতৃষা দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় কাজ করবেন। কিন্তু এখনো আদৃতকে নতুন কোনো কাজের মধ্যে দেখতে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শুরুর দিকে আদৃত ও কৌশাম্বির সম্পর্ক স্বীকার না করলেও মিঠাই শেষ হয়ে যাওয়ার পর ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে এসে পর্দার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অভিনেত্রী। এমনকি তাদের বাড়িতেও যে সম্পর্কে মেনে নিয়েছে সে কথা স্বীকার করেছেন তিনি। এবার এই জুটি কবে সাত পাকে বাঁধা পড়েন সেটাই দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

Papiya Paul

X