ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন ফিকশন শো হল ইন্ডিয়ান আইডল (Indian Idol 13)। গত দুই সপ্তাহ ধরে নো এলিমিনেশন উইকের পর একেবারে জোড়া এলিমিনেশনের ধাক্কা খেল শো-টি। একই দিন দুই প্রতিযোগী বিদায় জানিয়েছে ইন্ডায়ান আইডলের মঞ্চ। আর কার্যত এতেই খানিকটা ঝিমিয়ে পড়েছে অনুরাগীরা।
প্রসঙ্গত, গুটি গুটি পায়ে ফাইনালের দিকে এগিয়ে চলেছে ‘ইন্ডিয়ান আইডল ১৩’। গত রবিবারের শেষে ‘টপ ১০’ প্রতিযোগিদের মধ্যে থেকে ট্রফির দৌড়ে টিকে থাকল মাত্র ৮ জন। প্রতিযোগীতায় কি বাংলার মেয়েরা টক্কর দিতে পারলো? কারণ সঞ্চারী ও অনুষ্কার এলিমিনেশনের পর অনেকটাই মুষড়ে পড়েছিল বাঙালিরা।
তবে চলতি সপ্তাহে বাংলার মানুষ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে বলেই মনে হচ্ছে। এখনও পর্যন্ত নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে চার বঙ্গ তনয়া সেঁজুতি দাস (Senjuti Das), সোনাক্ষী কর (Sonakshi Kar), দেবস্মিতা রায় (Deboshmita Roy) এবং বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।
এমতাবস্থায়, গতকালের এপিসোডে জয়ের তাজ থেকে ছিটকে গেল বিনীত সিং এবং কাব্য লিময়ে। একই দিনে এই দুই প্রতিযোগীকে ফিরতে হল খালি হাতেই। আসলে গত দুই সপ্তাহ ধরে কোনো এলিমিনেশন না হওয়ায় এই সপ্তাহের জন্য কড়া সিদ্ধান্ত নিতে হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষকেও। আর তাতেই ক্ষেপে উঠেছে নেটিজনরা।
কাব্যর শো থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বেশ ভালোই অসন্তোষ দেখা দিয়েছে ভক্তমহলে। অনেকেই দাবি করেছেন, কাব্যের মত দক্ষ প্রতিযোগীকে নাকি ইচ্ছে করেই বের করে দেওয়া হয়েছে। কেউ কেউ তো বলছে ঋষি, শিবম, চিরাগদের চেয়ে অনেক ভালো গায়েকী কাব্যর। তবে দর্শক যাই বলুক না কেন, বিচারকদের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা তো সকলেরই জানা কথা।
এই মুহূর্তে প্রতিযোগীতায় যারা টিকে রয়েছেন তারা হলেন, সেঁজুতি দাস, সোনাক্ষী কর, দেবস্মিতা রায় এবং বিদিপ্তা চক্রবর্তী, ঋষি সিং, নবদীপ ওয়াডালি, শিবম সিং, ও চিরাগ কোতওয়াল। এই ৮ প্রতিযোগীর মধ্যেই একজনের হাতে উঠবে ট্রফি। প্রশ্ন হল এবার কি তবে বাংলার ঘরে ট্রফি উঠবে? এখন এই প্রশ্নের উত্তর তো একমাত্র সময়ই বলতে পারে।