Ke Prothom Kache Esechi Rumi tries to make Mihi misunderstand Madhubani

ভুল বুঝিয়ে মা মেয়েকে আলাদা করছে কূটনী পিপি! প্রকাশ্যে জন্মাষ্টমী স্পেশাল পর্বের ঝলক

নিউজশর্ট ডেস্কঃ দর্শকদের পছন্দের তালিকায় যে কটি নতুন সিরিয়াল আছে তাদের মধ্যে অন্যতম ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। শুরু থেকে আর পাঁচটা ধারাবাহিকের থেকে আলাদা গল্পটি, যে কারণেই অল্প দিনেই সকলের প্রিয় হয়ে উঠেছে মিহি ও মধুবনী। মেগাতে মিহি হিসাবে দেখা যাচ্ছে শিশুশিল্পী রাধিকা কর্মকারকে। আর মিহির মায়ের চরিত্রে আছেন অভিনেত্রী মোহনা মাইতি।

শুরুতে মেয়ের জন্য বিয়ে করতে না চাইলেও প্রেম এসেছে জীবনে। অফিসের বস ঋকবাবুকে বিয়ে করেছে মধুবনী। অবশ্য মিহি ও তাকে ভালোবেসেই আপন করে নিয়েছে গল্পের নায়ক। কিন্তু মুশকিল হল বিয়ের পরেই বড়সড় বিপদের সম্মুখীন হয়েছে মধুবনী। যে অতীত থেকে পালিয়ে আসতে চাইছিল সে, সেটাই আবার ফায়ার আসছে।

ঋক অনেক করে জিজ্ঞাসা করলেও অতীত নিয়ে কোনো কিছু বলতে নারাজ মধুবনী। .এই কারণে ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়ছে দুজনের মাঝে। এদিকে এই সুযোগে ছোট্ট মিহির মন বিষিয়ে দিতে শুরু করেছে রুমি। যার ফল স্বরূপ নিজের মাকেই ভুল বুঝতে শুরু করেছে মিহি। এমনকি ঋককেও অপছন্দ করতে শুরু করেছে সে।

আজ জন্মাষ্টমী, ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাড়িতে পুজোর আয়োজনের করছিলেন ঠাম্মি। কিন্তু সেই সময় মিষ্টির অর্ডার দিতে বলে মধুবানিকে। কিন্তু তারপরেই ছোট কাকিমা শয়তানি করে সেটা বাতিল করে দেয়। এরইমাঝে মিহিকে নিয়ে এক ক্যাফেতে সৌভিকের সাথে দকেহা করতে যায় ঋক। সুযোগ বুঝে মিহির বাবার পরিচয়ে টাকা আদায় করবে ঠিক করে সে।

এরপর দেখা যায় স্কুল থেকে ফিরে মায়ের সাথেই রাগারাগি করছে মিহি। অথচ রুমির সাথে বেশ ভাব শুরু হয়েছে , এতেই খটকা লাগে মধুবনীর মনে। কিন্তু তখনই সে জানতে পারে যে মিষ্টির অর্ডার ক্যানসেল করে দেওয়া হয়েছে। শোনামাত্রই যেন মাথায় বাজে পরে! তৎক্ষণাৎ ঋককে ফোন করে দুধ আনতে বলে মধুবনী। এরপর রাতেই হন্যে হয়ে দোকান খুঁজতে শুরু করে সে। আদৌ দুধ পাওয়া যাবে কি না সেটাই এখন দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X