বাঙালি না হয়েও বাংলা ধারাবাহিকের পর্দায় দেখা গেছে অভিনেত্রী অ্যানমেরি টম-কে (Annmary Tom)। যদিও তাঁর অভিনয় দেখে বোঝার উপায়ই ছিলনা যে তিনি বাংলা কথাটাও ঠিকঠাক বলতে পারেন না। স্টার জলসার পর্দায় প্রথম দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ‘গ্রামের রানী বীণাপাণি’ (Gramer Rani Binapani) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা হানি বাফনা-কে (Honey Bafna)।
ছোট পর্দা তে কাজ করার পর বড়পর্দায় কাজে সুযোগ পেয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা কম নয় টলিউডের। সেই তালিকায় রয়েছেন ইশা সাহা, ঋতাভরী চক্রবর্তী, মিমি চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকেই। আর এবার এই তালিকায় নয়া সংযোজন অ্যানিমেরি টম।
কেরলের মেয়ে অ্যানমেরি। তবে ছোট থেকেই তিনি থাকেন ব্যারাকপুরে। সেন্ট কার্লেট স্কুলে পড়াশোনা করেছেন অভিনেত্রী। স্নাতক পাশ করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও বটে। বাংলা এই ধারাবাহিকে একজন প্রতিবাদী চরিত্রের নারী হিসেবে দর্শকদের সামনে ধরা দিয়েছেন তিনি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের হয়ে তুলেছেন আওয়াজ। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে বড় পর্দায়।
অরিত্র বন্দ্যোপাধ্যায় পরিচালিত একলব্য ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অ্যানিমেরি টম। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে দেবতনুকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বহু অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখতে চলেছেন ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের অভিনেত্রী অ্যানিমেরি টম।
View this post on Instagram
বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে সান বাংলার পর্দায়। চলতি মাসের ৬ তারিখ থেকেই পথ চলা শুরু হয়েছে নয়া ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অ্যানিমেরি টম-কে। তাঁর বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ। এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, কল্যাণী মন্ডল, সঞ্জীব সরকার, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী সহ আরও অনেককেই।